সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০১:১৮:০৬

বাংলাদেশে ‘কেলোর কীর্তি’ প্রদর্শনে আর বাধা নেই

বাংলাদেশে ‘কেলোর কীর্তি’ প্রদর্শনে আর বাধা নেই

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রেক্ষাগৃহে ওপার বাংলার ‘কেলোর কীর্তি’ সিনেমাটি এ সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ১৯ জুলাই হাইকোর্ট মুক্তি নিয়ে ছবিটির উপর ৬ মাসের স্থগিতাদেশ জারি করে। ছবি আমদানি ও রপ্তানির সঠিক নিয়ম না মানার কারণেই ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানানো হয়।

তবে রোববার সকালে ছবিটি বাংলাদেশে প্রদর্শনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ছবিটি প্রদর্শনে আর কোনো বাধা থাকল না।

এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু বলেন, আজ (রোববার) সকালে এ সংবাদটি পেয়েছি। হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশের পর ছবির আমদানিকারক প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টে আপিল করার পর আপিল বিভাগ এই রায় দিয়েছেন। রায় অনুযায়ী ছবিটি এখন তারা বাংলাদেশের যেকোনো সিনেমা হলে প্রদর্শন করতে পারবে।

২২শে জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের। এ প্রসঙ্গে এ প্রতিষ্ঠানের কর্ণধার কার্তিক দে বলেন, আমরা সবেমাত্র সুপ্রিম কোর্ট থেকে রায়টা হাতে পেলাম। কবে মুক্তি দেব এবং কোন কোন সিনেমা হলে ছবিটি চালাবো তার পরিকল্পনা করছি এখন। আশা করছি, ছবিটি দর্শকরা উপভোগ করবেন।

‘কেলোর কীর্তি’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। এতে অভিনয় করেছেন দেব, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের মত তারকারা।

২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে