বিনোদন ডেস্ক: সালমান খানের গার্লফ্রেন্ড বলে পরিচিত লুলিয়া ভান্তুর তার ৩৬তম জন্মদিন পালন করলেন। আয়োজন করলেন বিশাল পার্টির। দাওয়াতও দিলেন তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের। অন্যান্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের মাঝে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টাও।
লুলিয়ার সঙ্গে গোটাকয়েক ছবি তুলেছেন প্রীতি, আপলোড করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
পার্টিতে সকলে ছিলেন সালমান খানের অপেক্ষায়। তবে ‘ভাইজান’ কেন এলেন না, ঠিক বোঝা গেল না।
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস