বিনোদন ডেস্ক: সুপারহিরো ইমেজ নিয়ে রসিকতার উপযুক্ত জবাব আবারও দিলেন রজনীকান্ত। যাবতীয় রেকর্ড তছনছ করে নতুন রেকর্ড গড়েছে তার ছবি 'কাবালি'। প্রথম দিনের আয়ের নিরিখে সালমানের 'সুলতান'কেও ছাড়িয়ে গেছে এই ছবি।
বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন সুলতান-এর আয় হয়েছিল ৩৬.৫ কোটি রুপি। সেখানে রজনির কাবালি প্রথম দিনেই পার করেছে ৪৮ কোটি রুপি।
যদিও ছবি হিসেবে কাবালি মনে ধরেনি অধিকাংশ ফিল্ম সমালোচকের। কেউ দিয়েছেন আড়াই স্টার কেউ আবার তিন। সঙ্গে বলে দিয়েছেন ছবিতে রজনীকান্তকে ছাড়া আর কিছু দেখার মতো নেই।
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস