সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০২:৪৯:৩০

নিজের বিয়ে নিয়ে অন্যরকম মন্তব্য কঙ্গনার

নিজের বিয়ে নিয়ে অন্যরকম মন্তব্য কঙ্গনার

বিনোদন ডেস্ক : প্রেমের ক্ষেত্রে যেমন সম্পর্কে জড়িয়েছিলেন কয়েকজনের সঙ্গে, তেমনই একাধিকবার বিয়ে করতেও সংকোচ হবে না ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতের।

রোববার এফডিসিআই ইন্ডিয়া কটোয়ার উইকের (আইসিডব্লিউ) শেষ দিনে ডিজাইনার মানব গাংওয়ানির শোস্টপার হিসেবে পারফর্মেন্স শেষে এ বিষয়ে অন্যরকম মন্তব্য করেন তিনি।

‘বেগম-এ-জান্নাত’ নামের পোশাকগুলোর মধ্যে কাচের কাজ করা মেরুন রঙা চোলি, প্রচুর কারুকাজে সাজানো লেহেঙ্গা ও জালের ওড়না পরেছিলেন কঙ্গনা। সব মিলিয়ে ২৯ বছর বয়সী এই তারকাকে দেখাচ্ছিলো মুঘল সম্রাজ্ঞীদের মতো।

কঙ্গনা জানান, তার প্রথম বিয়ের পোশাক গাংওয়ানিকে দিয়ে ডিজাইন করাতে চান। তিনি বলেন, জানি বিয়ের সাজে নিজেকে বিশেষ কিছু মনে হবে। বিয়ে আর প্রথম বিয়ের পোশাক নিয়ে মানব গাংওয়ানির সঙ্গে আলোচনা করেছি। তিনি অবশ্যই আমার জন্য ডিজাইন করে দেবেন বলেছেন।

নিজের মন্তব্যে প্রথম বিয়ে কথাটা উল্লেখ করার কারণে সাংবাদিকরা কঙ্গনার কাছে জানতে চান, একাধিকবার বিয়ে করবেন কি-না। উত্তরে তিনি বলেন, কেনো নয়? বিয়ে যদি একবার হয়, আমি তো মনে করি একাধিকবার হতে পারে।
২৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে