বিনোদন ডেস্ক : এক ব্যবসায়ীর অর্থ ফেরত না দেয়ায় সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কার বলিউড অভিনেতা রাজপাল যাদবকে। আদালতে বারংবার মুচলেকা দেয়ার পরও ওই ব্যবসায়ীকে টাকা না ফেরত দেয়ায় সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়তে হলো রাজপালকে। বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ বলেছে, ‘আপনি কোর্টকে নিয়ে ছেলেখেলা করছেন। আপনাদের মতো লোকেদের জেলে যাওয়া উচিত। আপনি একের পর এক মুচলেকা জমা দিয়েছেন। এরপরও টাকা ফেরত দেননি। আমরা আপনাকে আইনের ক্ষমতা দেখাব। আপনার আচরণ একেবারেই ব্যাখ্যার অতীত’।
প্রসঙ্গত, আদালতে মিথ্যে হলফনামা দায়েরের জন্য ২০১৩-তে রাজপালের ১০ দিনের কারাদণ্ড হয়েছিল। ২০১৩-র ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন জেলে ছিলেন রাজপাল। এরপর দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার আর্জির ভিত্তিতে সাজা স্থগিত রেখেছিল। কিন্তু গত ৩ জুন দিল্লি হাইকোর্ট তাকে সাজার বাকি ছয়দিনের মেয়াদ কাটানোর জন্য তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে ১৫ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশের বিরুদ্ধে রাজপাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই মামলাতে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়লেন বলিউড অভিনেতা।
আদালত তীব্র তিরস্কার করলেও রাজপালের আর্জি খারিজ করে দেয়নি। তার আর্জি মেনে কিছু সময় দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ জুলাই।
উল্লেখ্য, একটি সিনেমা করার জন্য রাজপাল ও তার স্ত্রী ২০১০-এ দিল্লির ব্যবসায়ী এমজি আগরওয়ালের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নেন। সেই টাকা ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যবসায়ী।-এবিপি অানন্দ
২৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই