বিনোদন ডেস্ক: বলিউড পাড়া বরাবরই খানদের দখলে। কোনো খান সিনেমায় থাকা মানেই সেই সিনেমাটি হিট। আর খানদের সাথে যদি কোন তারকা তাল মিলিয়ে দাপটের সঙ্গে নিজের স্বতন্ত্র ব্রান্ড তৈরি করে নিতে পারেন তবে তিনি অবশ্যই অক্ষয় কুমার। আজ বলিউড খিলাড়ির ৪৮ তম জন্মদিন পূর্ণ হলো। তার জন্মদিনে এমটিনিউজ২৪-এর পক্ষ থেকে শুভ কামনা রইল।
বলিউড হিরো অক্ষয় কুমারের ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, থ্রিলার সবরকমের ছবিতে নিজের ছাপ রেখেছেন তিনি। গত ২৫ বছরে প্রথম সারির সব অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন তিনি। বলিউডে আজ লগ্নির নাম অক্ষয়।
নব্বই এর দশকে তিনি মূলত একশন হিরো হিসেবে পরিচিত ছিলেন। ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ খল-নায়ক হিসেবে পুরস্কার পান। তিনি বর্তমানে হাসির ছবি করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। সাবেক ভাতীয় সুপার হিরো রাজেশ খান্নার জামাই হন তিনি।
০৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জই/আআজু