বিনোদন ডেস্ক : চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে ঝড় তুলেছিল তার ভিডিও অ্যালবাম ‘ওয়াকা ওয়াকা’। অলিম্পিক্স মঞ্চেও সেই উন্মাদনা ফেরাতে চলেছেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। ‘দ্য বাইসাইকেল’ নামে নতুন গানের অ্যালবাম প্রকাশ করে তিনি বলেছেন, ‘ব্রাজিল ফের আমার গানের তালে নেচে উঠবে।’
প্রসঙ্গত, ‘ওয়াকা ওয়াকা’ গানটি, এ যাবৎ ওয়ার্ল্ড কাপের সব থেকে জনপ্রিয় গান। এই গানটির সূত্র ধরে জীবনের রঙ বদলে যাবে; হয়ত কখনো এভাবে ভাবেননি শাকিরা। ওয়াকা ওয়াকা গানের মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে বন্ধুত্ব হয়ে গেল শাকিরা-পিকের। যা নিয়ে গত বিশ্বকাপের সময়ই মুখরোচক সব খবর রটেছিল।
এক বছর পর সেই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে একসঙ্গে ঘর বাঁধেন দুজনে। ২০১৩ সালে জানুয়ারিতে তাদের ছেলে মিলানের জন্ম। ভিন্ন দুই ভুবনের বাসিন্দা ঘর বেঁধেছেন এক ছাদের তলে। জেরার্ড পিকে ফুটবল খেলোয়াড়; শাকিরা একজন ফুটবলপ্রেমী গায়িকা। ২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ শিরোনামের থিম সংটি করেছিলেন সংগীত জগতের তারকা শাকিরা। সেই গান মাত করল পুরো পৃথিবী। ২০১৪ সালের বিশ্বকাপ নিয়েই শাকিরাই গেয়েছেন ‘লা লা লা’ শিরোনামের অন্য একটি গান।
২৭ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই