বিনোদন ডেস্ক : আগামী নভেম্বরে দুই বাংলায় মুক্তি পাচ্ছে লাক্সতারকা বিদ্যা সিনহা মিম অভিনীত যৌথ প্রযোজিত ছবি 'ব্ল্যাক'।
ছবিটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে ডাবিংসহ এডিটিংয়ের কাজ চলছে। রাজা চন্দের পরিচালনায় এ ছবিতে মিমের নায়ক টালিগঞ্জের সুপারস্টার সোহম চক্রবর্তী। ছবিটি ৬ নভেম্বর কলকাতায় মুক্তি পাবে। এর পরের সপ্তাহেই বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পরিচালক সূত্রে জানা গেছে, প্রথম দিকে এ ছবির নাম রাখা হয়েছিল 'রকেট'। কিন্তু শুটিংয়ের মাঝামাঝি সময়ে নাম বদলে 'ব্ল্যাক' রাখা হয়।
এ প্রসঙ্গে মিম জানান, এর কাহিনীর সঙ্গে 'ব্ল্যাক' নামটি শতভাগ পারফেক্ট বলে মনে হয়েছে। তাছাড়া জনপ্রিয় চিত্রনায়ক সোহমের সঙ্গে কাজটি করার সুযোগ পাওয়ায় তিনি দারুণ উচ্ছ্বসিত।
বর্তমানে মিম ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন। সোহম-মিম ছাড়া এ ছবিতে আরো অভিনয়ে করেছেন ভারতের আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, বাংলাদেশের অমিত হাসান প্রমুখ।
এপার বাংলার 'কিবরিয়া ফিল্মস' ও ওপার বাংলার 'দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড'-এর যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।
এর আগে মিম দুই বাংলার আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। অঞ্জন দত্ত পরিচালিত এ ছবির নাম 'মনবাকসো'। তবে বর্তমানে ছবির কাজ থমকে রয়েছে। বর্তমানে এ ছবিটি সম্পর্কে মিম কিছুই জানেন না বলে জানিয়েছেন।
এদিকে অচিরেই মিম শফিক হাসানের 'রকি' ছবির টানা শুটিং শুরু করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে থাকছেন অরিন্দম শীল ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'পদ্মপাতার জল'। রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি ব্যবসায়িকভাবে ততটা সফল হয়নি। তবে তন্ময় তানসেন পরিচালিত এ ছবির গল্প দর্শকমহলে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে। এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক ইমন। এছাড়া আরো ছিলেন-অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, আবু হেনা রনি প্রমুখ।
বর্তমানে মিমের হাতে অর্ধ ডজনের মতো ছবি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-সাফিউদ্দিন সাফির 'ড্রিম গার্ল', তানিয়া আহমেদের 'গুডমর্নিং লন্ডন', মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের 'কানামাছি', রিপন মিয়ার 'তুমি সন্ধ্যার মেঘমালা' প্রভৃতি।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন