শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ১১:৫৯:২৩

রজনীকান্তের খোলা চিঠি

রজনীকান্তের খোলা চিঠি

বিনোদন ডেস্ক: 'কাবালি' ঝড় যেন বেড়েই চলছে। কেবল রূপালি পর্দায় নয়, অনলাইন আর অফলাইনেও এখন চলছে 'কাবালি' ঝড়। বক্স অফিস হিট এই সিনেমাটি ইতিমধ্যে ২০০ কোটির উপরে আয় করেছে। নিজের ছবির এমন সাফল্যের পর খোলা চিঠিতে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ বার্তা সংস্থা আইএএনএসকে জানান, ছবিটি তিনটি ভাষায় মুক্তি পায়। মুক্তির পরই তামিল চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে দ্রুত ২০০ কোটি রুপি আয় করে কাবালি।

তিনি আরও জানান, ভারতে মুক্তির পর এ পর্যন্ত ছবিটি আয় করেছে ১০০ কোটির বেশি। সপ্তাহ শেষে এ আয় ১২৮ কোটি রুপি ছাড়িয়ে যাবে। তামিল যে কোনও ছবির জন্য এটাই প্রথম সপ্তাহে আয়ের রেকর্ড।

ছবির সাফল্যের পর খোলা চিঠিতে দর্শক-ভক্ত, প্রযোজক কালাইপুলি এস. থানু, পরিচালক, প্রেক্ষাগৃহের মালিক ও পরিবেশকদের ধন্যবাদ জানান তিনি।

চিঠিতে রজনীকান্ত লিখেছেন, যারা কাবালিকে সফল হতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রযোজক থেকে পরিচালক, ভক্ত থেকে সংবাদমাধ্যম, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

কাবালি মুক্তির সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণও ব্যাখ্যা করেছেন স্টাইলিশ এ সুপারস্টার। তিনি লিখেছেন, কাবালি ও শংকরের ২.০ ছবিতে টানা কাজ করে যাচ্ছিলাম আমি। ফলে আমার মানসিক ও শারীরিক বিশ্রাম প্রয়োজন ছিল। তাই আমি, মেয়ে ঐশ্বরিয়া ধানুশকে নিয়ে দুই মাসের ভ্রমণে যাই। এ সময় আমাকে বেশ কয়েকটি মেডিক্যাল টেস্টও করাতে হয়েছে।

কাবালির সাফল্যে তিনি অভিভুত বলেও চিঠিতে উল্লেখ করেছেন।  
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে