শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৮:১২:৪০

৫৭ তম জন্মদিনে সঞ্জয় দত্ত সম্পর্কে কিছু অজানা তথ্য

৫৭ তম জন্মদিনে সঞ্জয় দত্ত সম্পর্কে কিছু অজানা তথ্য

বিনোদন ডেস্ক : আজ, ২৯ জুলাই ৫৭ বছর পূর্ণ করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে দীর্ঘ ৩৫ বছরের বলিউড-ক্যারিয়ারে তিনি এখনো সমান জনপ্রিয়। তাহলে আজ সঞ্জের ৫৭ তম জন্ম দিনে আসুন জেনে নেয়া যাক বলিউডের মুন্নাভাইয়ের সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনার অজানা।

১. ১৯৮১ সালে মায়ের মৃত্যুর পর অবসাদগ্রস্থ হয়ে সঞ্জয় দত্ত। এই সময় রীতিমতো নেশার জগতে চলে যান তিনি। ১৯৮২ সালে আমেরিকার টেক্সাসে পাঁচ মাস রিহ্যাবে কাটান তিনি। পরবর্তী দু’বছর ছিলেন টেক্সাসেই।

২. এই নেশা প্রবল প্রভাব ফেলে তার ব্যক্তিগত জীবনেও। দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে বেড়িয়ে আসেন বান্ধবী টিনা মুনিম।

৩. ১৯৯৩ সালের কুখ্যাত মুম্বাই বিস্ফরোণের সঙ্গে নাম জড়ায় সঞ্জয় দত্তের। এই সময় বেআইনি অস্ত্র মজুত রাখার অপরাধে তাকে দোষি সাব্যস্ত করে বম্বে হাই কোর্ট। পাঁচ বছর জেল খেটে মাস কয়েক আগে ছাড়া পেয়েছেন তিনি।

৪. ২০০৯-এ সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সঞ্জয়। কিন্তু ফৌজদারি মামলা চলায় সুপ্রিম কোর্ট তার প্রার্থীপদ খারিজ করে দেয়। এর পর আর রাজনীতিতে আসার কথা ভাবেননি সঞ্জয় দত্ত।

৫. ২০০৩-এ মুক্তি পায় বিধু বিনোদ চোপড়ার ‘মুন্নাভাই এমবিবিএস’। ছবিটি সঞ্জয় দত্তের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

৬. মাইগ্রেন অ্যাটাকের প্রবল সমস্যা থাকার কারণে সঞ্জয় দত্তকে ইলেকট্রনিক সিগারেট সঙ্গে রাখার অনুমতি দেয়া হয়।

৭. মার্কিন যুক্তরাষ্ট্রে একটি এয়ার গিটার প্রতিযোগিতায় সেরা হন সঞ্জয় দত্ত। হাতে গিটার না নিয়েও অবিকল গিটার বাজানোর অভিনয় করে যাওয়ার ব্যপারে তিনি রীতিমত এক্সপার্ট।

৮. ১৯৮১ সালে মুক্তি পায় সঞ্জয় দত্তর প্রথম ছবি ‘রকি’। কিন্তু জানেন কি, ১৯৭২-এ বাবা সুনীল দত্ত পরিচালিত ‘রেশমা অর শেরা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তার?

৯. ১৯৯৯ সালে ‘বাস্তব’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জেতেন সঞ্জয় দত্ত।

১০. জেম্স বন্ড মানেই যেমন ‘লাইসেন্স টু কিল’। তেমনই নাইজেরিয়ায় সঞ্জয়ের ভক্তদের কাছে তিনি ‘দান দাবা মই লাসিন’, যার অর্থ ‘লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা’!
২৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে