শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০১:০৪:১৭

‘ওয়েক আপ’ – একটি জেগে ওঠার গল্প

 ‘ওয়েক আপ’ – একটি জেগে ওঠার গল্প

বিনোদন ডেস্ক: সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। আর সুন্দর এই দেশটার রাজধানী ঢাকা যেন আর সবুজ শ্যামল নেই। চারিদিকে ইটের দালান কোঠা, গারি-ঘোড়া। তাও সয়ে নেয়া যায়, তবে আজকাল রাস্তা ঘাটে তাকালেই দেখা যায় ময়লা-আবর্জনা। যেটা মোটেও সহ্য করার মত না। ঢাকা সিটি কর্পোরেশন নগরীর রাস্তায় বসিয়েছে আবর্জনা ফেলার জন্যে বিন। তার পরেও নগরীর অসচেতন মানুষগুলো যেখানে সেখানে তাদের বজ্র ফেলে দূষিত করছে এই সুন্দর শহরটাকে। আর কত দিন এভাবে অসচেতন হয়ে থাকব আমরা? জেগে ওঠার সময় কি হয় নাই?

এই জেগে ওঠার স্পৃহা নিয়েই ওমর ফারুক কোমল এর প্রথম শর্ট ফিল্ম ‘ওয়েক আপ’।

শর্ট ফিল্মটিতে আমাদের ঢাকা শহরের বাস্তব নোংরা কিছু সত্য তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি আমাদের অসচেতন কার্যকলাপও। হুজুগের বাঙালি পরিবেশিত এই শর্ট ফিল্মটির দৈর্ঘ্য ৪ মিনিট ৩৪ সেকেন্ড। পরিচালকের মতে এটি হচ্ছে নতুন করে জেগে ওঠার একটি গল্প, যেটা সবাইকে অনুপ্রাণিত করবে।
৩০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে