শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০১:১১:৩৬

মডেল ঝুমুরের বাগদান

মডেল ঝুমুরের বাগদান

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী নাফিজা কামাল ঝুমুরের বাগদান হয়ে গেল সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে এই বাগদান অনুষ্ঠান হয়।

পাত্রের নাম সৈয়দ আসিফ হোসেন। তিনি পেশায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।

তবে বাগদান হলেও বিয়েটা এখনই হচ্ছে না বলে জানান ঝুমুর। তিনি বলেন, জমকালো পরিসরে বিয়ে সম্পন্ন হবে চলতি বছরের শেষ নাগাদ।

এদিকে পাত্র আসিফের সঙ্গে পরিচয় নিয়ে ঝুমুর জানান মজার তথ্য। তাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমেই। ঝুমুরের ভাষ্য, ‘সবসময় আমার ফেসবুকে অনেকেই মেসেজ করেন। হঠাৎ একদিন দেখলাম আসিফ মেসেজ করেছে। তার লেখা মেসেজটা পড়ে খুব ভালো লাগে। এরপর থেকে হাই-হেলো দিয়ে চলছিলো। তারপর দু’জনের ভালো লাগা একটু একটু করে ভালোবাসায় রূপ নেয়। এবার আমরা সংসারী হতে যাচ্ছি।’

বাগদানে রোজ গোল্ড ও হীরাখচিত আংটিবদল করেছেন তারা। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের স্বজন ও বন্ধুরা ছিলেন।
৩০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে