শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৭:৪৭:৩৩

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে ১৫ বছরের জেল!

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে ১৫ বছরের জেল!

বিনোদন ডেস্ক : বাইশ বছর বয়সী এক কলম্বিয়ান মডেল চীনে গিয়েছিল। লক্ষ্য ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়া। কিন্তু চীনে গিয়ে তাকে ১৫ বছর কারাদণ্ডের আদেশ শুনতে হলো।

চীনের আদালত জানিয়েছে, জুলিয়ানা লোপেজ সারাজোলা নামে ওই মডেল ড্রাগ পাচার করত। জুলিয়ানার ফাঁসির সাজা হতে পারে বলেও শোনা গেছে।

এক বছর আগে ১৮ জুলাই সারজোলা গুয়ংঝাউ বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে। তার কাছে ৬১০ গ্রাম কোকেন পাওয়া যায়। ল্যাপটপের মধ্যে সে এসব নেশা দ্রব্য লুকিয়ে রেখেছিল।

সারজোলা অবশ্য ড্রাগ পাচারের কথা অস্বীকার করেনি। সে জানিয়েছে, ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য সে চীনে আসে। বেড়ানো ও হোটেলে থাকার জন্য তার টাকার দরকার ছিল।

তার আইনজীবী বলেছেন, একজন লোকের থেকে টাকা ধার করতে চেয়েছিল জুলিয়ানা। কিন্তু সেই লোক তাকে কোকেন পাচারের বদলে ২ হাজার ৫০০ ডলার দেবে বলে জানায়। এমনকী, কাজ না করলে সেই ব্যক্তি জুলিয়ানার পরিবারকে মেরে ফেলবে বলেও শাসায়।

সারাজোলা কলম্বিয়ায় মিস অ্যান্টিয়োকুইয়া ভিউটি কনটেস্ট জিতেছিল। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল তার।
৩০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে