শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৯:৫৭:১৩

সালমান খানের শরীরে বাসা বেঁধেছে এই মারাত্মক রোগ

সালমান খানের শরীরে বাসা বেঁধেছে এই মারাত্মক রোগ

বিনোদন ডেস্ক : বলিউডে সর্বাধিক পরিচিত সালমান খানের বডি।  সিক্স প্যাক, সুগঠিত বাইসেপ, পেশিবহুল কাঁধ— সব মিলিয়ে গ্রিক দেবতাসুলভ চেহারার অধিকারী সালমান খান।

কিন্তু জানেন কি, এহেন সালমানই ভুগছে‌ন এক ভয়ঙ্কর রোগে, যা তিনি নিজেই স্বীকার করেছেন।
এ রোগের টেনশনে আছেন তিনি।
         
বিগত প্রায় ১২ বছর ধরে এ রোগে আক্রান্ত সালমান খান।  রোগটির নাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া। একটি স্নায়ুঘটিত রোগ এটি।  

ট্রাইজেমিনাল নার্ভের কাজ হরো মুখমণ্ডল থেকে মস্তিস্কে সংবেদন সরবরাহ করা।  ট্রাইজেমিনাল নিউরালজিয়া এমন একটি অসুখ যার প্রধান উপসর্গ মুখমণ্ডলের বেদনা।

এ বেদনা অনেক সময়েই অসহ্য আকার ধারণ করে। সাধারণত খাবার চিবানো, কথা বলা বা দাঁত ব্রাশের মতো কাজের ফলে এ বেদনা বৃদ্ধি পায়।

২০ থেকে ৬০ বছরের মধ্যবর্তী বয়সের মানুষরাই এ রোগে সর্বাধিক আক্রান্ত হন।  সালমানের শরীরেও যখন এ রোগের উপসর্গ দেখা দিতে শুরু করে তখন তার বয়স ৪০-এর কাছাকাছি।  

এ রোগের ফলে মাঝেমধ্যেই নিজের মুখে অসহ্য বেদন‌া অনুভব করেন সালমান কান।  হঠাৎ হঠাৎ মুখে ছুঁচ ফোটানোর মতো তীব্র বেদনায় কষ্ট পেতে হয় তাকে।

অসংখ্য জনপ্রিয় ছবির এ অভিনেতা তিন যুগেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন।  পর্দায় এ অভিনেতার অননুকরণীয় ভঙ্গিতে দেয়া অসংখ্য সংলাপ আজো দর্শকদের মুখে মুখে ফেরে।  

১৯৮৯ সালের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সালমানের সেই ‘দোস্তি কা উশুল হ্যায় ম্যাডাম : নো স্যরি নো থ্যাঙ্ক ইউ’- সংলাপটি একসময় সবার মুখে মুখে ফিরত।  

তুমুল জনপ্রিয়তা পাওয়া এ অভিনেতার মারাত্মক রোগের খবরে ভক্তদেরও ভাবিয়ে তুলেছে।  সালমান খান বলেছিলেন, সব পরিবারেই সমস্যা আছে, কিন্তু সে খুব সৌভাগ্যবান, যার পরিবার আছে।  অথচ বিয়ের আগেই তার এমন সমস্যা!
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে