শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ১০:২৫:২৮

টাকা ফেরৎ না দিলে জেল হবে রাজপালের

টাকা ফেরৎ না দিলে জেল হবে রাজপালের

বিনোদন ডেস্ক : রাজপাল যাদবকে দেয়া নির্ধারিত মেয়াদের বাকি ৬দিনের জেল হেফাজতে রাখার আদেশ দিল সুপ্রিম কোর্ট৷ শোনা হয়নি তার কোনোরকম আপত্তিই। সব আর্জি নাকচ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে এবিষয়ে অভিনেতা রাজপাল যাদব জানান, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যে৷ যদিও কমেডি অভিনেতার এই দাবি কোনো কাজেই আসেনি৷

২০১০ সালে আগরওয়াল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে রাজপাল পাঁচ কোটি টাকা লোন নিয়েছেন সিনেমা বানানোর জন্য। ২০১২ সালে সিনেমাটি মুক্তি পেলেও বক্স অফিসে একেবারেই সাফল্য পায়না এবং মুখ থুবড়ে পড়ে এই ছবিটি। এরপর অভিনেতা আর টাকা ফেরত দেয়ার কোনো নামই নেননি বলে অভিযোগ জানায় ব্যবসায়ি৷

এরপর ওই ব্যবসায়ী রাজপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ২০১৩-তে সেই মামলায় ১০ দিনের জেলও হয় রাজপালের। সেই ১০দিনের জেলের বাকি এই ছয় দিনই জেলে কাটাবেন অভিনেতা৷
৩০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে