মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩৩:১৯

বিদেশে সেরা হলো কবি গুরুর ‘বৌঠান’

বিদেশে সেরা হলো কবি গুরুর ‘বৌঠান’

বিনোদন ডেস্ক : দেশ ছাড়িয়ে বিদেশে বিভূঁইয়ে আরও একবার সেরা ‘কাদম্বরী’৷ ওয়াশিংটন ডিসি-র সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির সম্মান পেল সুমন ঘোষের এ ছবি। সেরা অভিনেত্রী হলেন কঙ্কণা সেনশর্মা। এছাড়া ওই চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন অস্কার নমিনেশন পাওয়া ছবি ‘কোর্ট’-এর পরিচালক চৈতন্য তমহন।

কাদম্বরী মদে আজও নেশাতুর বাংলা সাহিত্য। প্রবন্ধে-নিবন্ধে, মুখরোচক বইয়ে কবির বৌঠানকে আজও সময় সুযোগ পেলেই হাজির করেন লেখককূল।

‘জীবনস্মৃতি’ কিংবা ‘ছেলেবেলা’র পাতা ছাড়িয়েও আর দূরে দূরে গহিন কোন সম্পর্কের খোঁজে ডুবুরির মতো খলবলে সন্ধান আজও জারি আছে। সেই খোঁজ উঠে এসেছিল সিনে পর্দাতেও।

পরিচালক সুমন ঘোষ কবি ও তার বৌঠানকে তুলে এনেছিলেন ছায়াছবিতে। সে ছবিই আবার বয়ে আনল সেরার স্বীকৃতি। ওয়াশিংটনে পাওয়া এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত কঙ্কণা। টুইট করে তিনি জানিয়েছেন ‘কাদম্বরীর’র এই সাফল্যের কাহিনি।

অন্যদিকে ‘কোর্ট’ ইতিমধ্যেই বড় সাফল্যের দৌড়ে৷ দেশে সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুস্কার পাওয়ার পর, অস্কারের জন্যও ভারতীয় ছবি হিসেবে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছে এ ছবি। দেশের বিচারব্যবস্থার বাস্তবতাই উঠে এসেছে এ ছবিতে। ওয়াশিংটনের এই চলচ্চিত্র উৎসবের স্বীকৃতি ‘কোর্ট’-এর মুকুটে আর একটি সাফল্যের পালক জুড়ে দিল।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে