রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৬:৪০:১৫

যে ৪ কারণে অক্ষয়ের নতুন ছবি ‘রুস্তম’ বহুল আলোচিত!

যে ৪ কারণে অক্ষয়ের নতুন ছবি ‘রুস্তম’ বহুল আলোচিত!

বিনোদন ডেস্ক : ১২ আগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বহু আলোচিত ছবি ‘রুস্তম’। ছবিতে একজন পার্সি নৌ সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। ছবিটি দেখার আগে আসুন জেনে নেওয়া যাক ‘রুস্তম’ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।  

১. অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘রুস্তম’ একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। ছবিতে নৌ সেনা অফিসার কেএম নানাবতীর চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। ১৯৫৯ সালে প্রেম আহুজা হত্যাকাণ্ডে নাম জড়ায় নৌ সেনা অফিসার কেএম নানাবতীর। ঘটনাটি নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। ‘রুস্তম’-এ বড় পর্দায় দেখা যাবে সেই ঘটনাই।

২. নানাবতীর স্ত্রী সিলভিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন প্রেম আহুজা নামে এক ব্যক্তি। এই পরকীয়ার কারণেই খুন হতে হয় আহুজাকে। ১৯৫৯ সালে এই মামলা চলাকালীন অদ্ভুত ভাবেই দেশের মিডিয়া এবং জনসাধারণের বিপুল সমর্থন পেয়ে যান কেএম নানাবতী।

৩. মামলা চলাকালীন মহারাষ্ট্রের প্রভাবশালী ট্যাবলয়েড নানাবতীর সমর্থনে এমন ভাবে প্রচার চালায় যে, ওই সময় প্রায় জাতীয় নায়ক হয়ে ওঠেন তিনি। এই খুনের মামলায় শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণীত হন কেএম নানাবতী। অনেকেই মনে করেন মামলার এই রায় গভীরভাবে মিডিয়া এবং জনমত দ্বারা প্রভাবিত হয়েছিল।

৪. শোনা যায় মামলায় নির্দোষ প্রমাণীত হয়ে সপরিবারে দেশ ছেড়ে কানাডায় চলে যান নৌ সেনা অফিসার কেএম নানাবতী। নানাবতীর এই ঘটনাকে কেন্দ্র করে ‘রুস্তম’-এর আগেও কিছু ছবি তৈরি হয়েছে। যেমন, ১৯৬৩ সালে ‘ইয়ে রিস্তে হ্যায় প্যার কে’, ১৯৭৩-এ মুক্তি পাওয়া গুলজারের ‘আচানক’ এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি।

৩১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে