রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৩:০৫:৫৬

রাজপাল যাদবকে ৬ দিনের হাজতবাসে পাঠাল সুপ্রিম কোর্ট, কিন্তু কেন?

রাজপাল যাদবকে ৬ দিনের হাজতবাসে পাঠাল সুপ্রিম কোর্ট, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : অভিনেতা রাজপাল যাদবকে হাজতবাসে পাঠাল সুপ্রিম কোর্ট। কিন্তু কেন তাঁর এই সাজা হল? কী করেছিলেন এই প্রখ্যাত কমেডিয়ান? জেনে নিন সেই কারণ।

রাজপাল যাদবের অভিনয় প্রতিভা নিয় তাঁর অতি ব়়ড় সমালোচকও প্রশ্ন তুলতে দ্বিধা করবেন। বেশ কয়েকটি সুপারহিট ছবিতে তাঁর উপস্থিতি দর্শককুলকে হাসিয়েছে, কখনও আবার ভাবিয়েছেও। হালফিলে তাঁকে অবশ্য খুব একটা ছবিতে দেখা যাচ্ছে না। তবে খবরে তিনি এলেন। এবং সেটাও সম্পূর্ণ একটি অস্বস্তিকর কারণে।

জানা গেছে, দিল্লির এক ব্যবসায়ীর টাকা ফেরত না-দেওয়া সংক্রান্ত একটি মামলা রাজপালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলছিল। রাজপালের কাছে টাকা পেতেন ওই ব্যবসায়ী। রাজপাল আদালতকে জানান, তাঁর ছবির অবস্থা ভাল নয়। তাঁর একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এই মুহূর্তে ওই ব্যবসায়ীর টাকা ফেরত দেওয়ার সামর্থ তাঁর নেই। কিন্তু বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি রোহিনটন এফ নরিম্যান রাজপাল যাদবের আবেদনে কর্ণপাত করেননি।

দিল্লির ব্যবসায়ী এম জি আগরওয়ালের থেকে রাজপাল পাঁচ কোটি টাকা নিয়েছিলেন ২০১০ সালে। পরিচালক হিসেবে রাজপালের সেই প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ বক্স অফিসে ফ্লপ করে। আদালত বার বার বলা সত্ত্বেও রাজপাল সেই টাকা ফেরত দেননি। উপরন্তু নিজের পক্ষে মিথ্যা হলফনামা জমা দিয়েছিলেন। এ জন্য রাজপালকে ১০ দিনের হাজতবাসে পাঠিয়েছিল দিল্লি আদালত। ২০১৩-র ৩ থেকে ৬ ডিসেম্বর জেলে কাটিয়েছিলেন রাজপাল। এর পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর সাজা মুলতুবি রাখে।

এর পরে সর্বোচ্চ আদালতে আবেদন করেন ওই ব্যবসায়ী। তাতেই রাজপালের ১০ দিনের কারাবাসের সাজা বহাল রাখেন বিচারপতিরা। যেহেতু এর আগেই চার দিনের সাজা তিনি কাটিয়েছেন, বাকি ছ’দিনের সাজা কাটাতে এবার তাঁকে যেতে হবে তিহাড় জেলে। -এবেলা
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে