রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৫:৪৫:৫৫

বাংলার হয়ে শ্যুটিংয়ে শাহরুখ খান!

 বাংলার হয়ে শ্যুটিংয়ে শাহরুখ খান!

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, শাহরুখ খান রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন। সেই কথা রেখেছেন কিং খান। রাজ্যের পর্যটনের প্রসারে তিনি ইতিমধ্যেই শ্যুটিং করে গিয়েছেন এ রাজ্যে। কিন্তু তাঁর ওই সংক্ষিপ্ত উপস্থিতিতে মন ভরেনি মুখ্যমন্ত্রীর। তাঁর আবদার, ব্র্যান্ড বেঙ্গলের জন্য যে ভিডিও প্রচার করা হবে, সেই পরদায় আরও কিছুক্ষণ থাকুন শাহরুখ। যেখানে ভিডিওটিতে তাঁর উপস্থিতি মাত্র পাঁচ সেকেন্ডের জন্য, সেখানে অন্তত আর কয়েক সেকেন্ড থাকুন তিনি। একবার অন্তত বলুন, স্বাগত বাংলা। ‘মমতা দিদি’র সেই আবদার ফেলতে পারলেন না শাহরুখ। তাই ধুতি-পাঞ্জাবিতে সেজে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন কিং খান। তিনি নিজে কোনও পারিশ্রমিক না নিলেও, রাজ্য পর্যটন দপ্তর শ্যুটিং উপলক্ষে ফের প্রায় কোটি টাকা খরচ করতে কোমর বাঁধছে।

২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর পর্যটনকে পাখির চোখ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুধু পরিকাঠামো সাজানো নয়, প্রচারেও যাতে সাড়া পাওয়া যায়, তার দিকেও বিশেষ গুরুত্ব দেন। তিনি নিজেই এক সরকারি অনুষ্ঠানে শাহরুখ খানকে আহ্বান করেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য। যেভাবে পর্যটনের ‘খুশবু’ ছড়িয়ে গুজরাত পর্যটনকে উচ্চতায় পৌঁছে দিয়েছেন অমিতাভ বচ্চন, সেই ধাঁচেই বাংলাকে প্রতিষ্ঠা দিতে উঠেপড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে উদ্যোগ শুরু হয় প্রসাশনিক তরফে। এ রাজ্যের হয়ে প্রচার করতে শাহরুখ খানকে দিয়ে একটি ফিল্ম বানানো হয়েছিল কয়েক বছর আগে। তার নাম ছিল ‘বেঙ্গল লিডস’। কিন্তু তা ছিল গোটা রাজ্যের ব্র্যান্ডিং। শুধুমাত্র পর্যটনের ব্র্যান্ডিং তাতে পাত্তা পায়নি। ভিডিওটির শ্যুটিংয়েও শাহরুখ খান কোনও পারিশ্রমিক নেননি। কিন্তু বহু টাকা খরচ করা সেই সেই ভিডিওটিকে কাজে লাগাতে পারেনি রাজ্য সরকার। সেটি কোথাও সেভাবে প্রচারের জন্য ব্যবহারও করা হয়নি। ঠিক হয়, পর্যটনকে তুলে ধরতে ফের নতুন করে শ্যুটিং করা হবে। তা হবে চরম পেশাদারিত্বের সঙ্গে, যাতে ভিডিওটিতে কোনও খামতি না থাকে। তারও মধ্যমণি থাকবেন কিং খান। কিন্তু এবার শাহরুখ খান পারিশ্রমিক হিসাবে দাবি করে বসেন বেশ কয়েক কোটি টাকা। রাজ্য সরকারও দর কষাকষি শুরু করে তাঁর সঙ্গে। শ্যুটিং পর্বের দিনক্ষণ ঠিক হওয়ার মুখে রাজ্য সরকার আচমকাই জানতে পারে, শাহরুখ কোনও পারিশ্রমিক নেবেন না। বিনা পয়সায় তাঁকে দিয়ে কাজ করিয়ে নিতে চাননি মুখ্যমন্ত্রীও। উপহার হিসাবে তাঁকে নিউটাউনে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট দেওয়ার তোড়জোড় শুরু হয়েছিল সরকারের তরফে। কিন্তু তাও প্রত্যাখ্যান করেন শাহরুখ। সাফ বলে দেন, ‘দিদি’র হয়ে কাজ করতে তিনি কোনও পারিশ্রমিক নেবেন না। শুরু হয় শ্যুটিং পর্ব। চলতি বছরের জানুয়ারিতে ময়দান এলাকায় শ্যুটিং করে যান কিং খান। তৈরি হয় ৩০ সেকেন্ডের একটি ভিডিও।

এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ভিডিওটি যখন মুখ্যমন্ত্রী দেখেন, তখন একটু খুঁতখুঁত করছিলেন তিনি, এমনটাই বলছেন পর্যটন দপ্তরের কর্তারা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চান, পরদায় আরও কিছুক্ষণ থাকুন শাহরুখ। তিনি পর্যটকদের উদ্দেশে একবার অন্তত নিজের গলায় বলুন, ‘বাংলায় স্বাগতম। উপভোগ করুন দেশের মধুরতম অংশকে’। মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছাপূরণ করছেন শাহরুখ। ফের নতুন করে শ্যুটিং করতে রাজি হয়েছেন তিনি। নতুন করে গড়া হচ্ছে ‘এক্সপেরিয়েন্স বেঙ্গল’ ভিডিও’টি। আগামী ৪ আগস্ট থেকে মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে শুরু হবে শাহরুখের শ্যুটিং। ধুতি পাঞ্জাবি, জিনস এবং স্যুটে সাজবেন বলিউডের বাদশা। দপ্তরের খবর, আগের ভিডিওতে ৩০ সেকেন্ডের মধ্যে শাহরুখ ছিলেন প্রায় পাঁচ সেকেন্ড। এবার তিনি থাকছেন প্রায় আট সেকেন্ড। ওই অতিরিক্ত তিন সেকেন্ড শ্যুটিংয়ের জন্য প্রাথমিক খরচ ধরা হয়েছে ৭০ লক্ষ টাকা। তা কোটি টাকায় পৌঁছাবে বলেই মনে করছে দপ্তর।
বাংলার পর্যটনকে প্রচারে আনতে ইতিমধ্যেই বিজ্ঞাপন শুরু করেছে রাজ্য সরকার। শহর মোড়া হয়েছে হোর্ডিংয়ে। দুর্গাপুজোকে সামনে রেখে শুরু হয়েছে প্রচার। রেডিওতেও প্রচার চলছে সমান তালে। শাহরুখ খানকে নিয়ে নতুন ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে এবং তা মুখ্যমন্ত্রীর অনুমোদন পেয়ে গেলে, তা বাংলা চ্যানেলগুলিতে তো বটেই, সর্বভারতীয় চ্যানেলগুলিতেও দেখানো হবে বলে জানিয়েছেন পর্যটন দপ্তরের প্রধান সচিব অজিতরঞ্জন বর্ধন। তিনি বলেন, ব্রিটেন এবং আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর পর্যটক আমাদের ঩দেশে বেড়াতে আসেন। পশ্চিমবঙ্গকেও তাঁরা আলাদা গুরুত্ব দেন। সেই সব দেশ থেকে যাতে আমরা আরও বেশি পর্যটক এ রাজ্যে আনতে পারি, তার জন্য বিদেশি ও আন্তর্জাতিক টিভি চ্যানেলেও বিজ্ঞাপন দেওয়া হবে। তবে কোন কোন চ্যানেলে তা দেখানো হবে, তা এখনও আলোচনার স্তরে আছে, জানিয়েছেন প্রধান সচিব। আপাতত তাঁরা ‘এক্সপেরিয়েন্স বেঙ্গল’য়ের কাজ শেষ হওয়ার দিকেই তাকিয়ে আছেন।-বর্তমান
৩১ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে