বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সম্ভাবনাময় সুদর্শন নায়ক আসিফ ইমরোজ। তিনি চেয়েছিলেন ছবিতেই স্থায়ী হবেন। তার সেই দক্ষতার স্বাক্ষরও রেখেছিলেন ‘দবির সাহেবের সংসার’
এছাড়া ‘মায়ানগর’ ও ‘ভালোবাসা কেন যে কাঁদায়’ নামের দুটি ছবিতে অভিনয় করলেও সে ছবির মুক্তি অনিশ্চিত। নানা জটিলতায় হাতে নেই তেমন কাজও।
তাই তো তিনি নিজের অবস্থা শক্ত করার জন্য ছোটপর্দাকেই বেছে নিচ্ছেন। খুব শীগ্রই ছোট পর্দার টিভি নাটকে দেখা যাবে এ নায়ককে।
আসিফ ইমরোজ জানান, বাংলা সিনেমা এখন টালিউড নির্ভর হয়ে পড়েছে। সবাই যৌথ প্রযোজনার ছবির নামে ভিনদেশী সংস্কৃতি চালু করেছে। কেউই আর নতুন সিনেমা বানাতে আগ্রহী হচ্ছে না। যে কারণে এখন নতুনদের সিনেমায় কাজ করার সুযোগ কমে যাচ্ছে।
তিনি জানান, এখন সব ছবিতেই বিদেশী শিল্পীদের বেশি সুযোগ দেয়া হচ্ছে। তাদের ছাড়া যেন ঢালিউড অচল হয়ে পড়েছে। এমন হলে আর নতুন কাজ করা যায় না। তার থেকে টিভি নাটক করা অনেক ভালো।
ইমরোজ জানান, খুব শীগ্রই দর্শক আমাকে ছোট পর্দায় দেখতে পারবে। ফালতু সিনেমায় অভিনয় করার থেকে নাটকে অভিনয় করা অনেক সম্মানের।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন