সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৮:৪২:৩৬

সোনু নিগম সম্পর্কে এই অজানা তথ্য গুলো কি জানেন?

সোনু নিগম সম্পর্কে এই অজানা তথ্য গুলো কি জানেন?

বিনোদন ডেস্ক : হিন্দি ফিল্মে প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিতি পেলেও সব ধরনের গানের শ্রোতাদের মাতিয়েছেন সোনু নিগম। পপ-রক হোক বা উচ্চাঙ্গ সঙ্গীত— সব ক্যাটাগরিতেই সোনুর সাবলীল যাতায়াত। জেনে নিন এই গায়ক সম্পর্কে নানা অজানা তথ্য।

১. ২০০৬ সালে রেডিও জকি হিসেবে আত্মপ্রকাশ সোনুর। নিজের শো ‘লাইফ কি ধুন উইথ সোনু নিগম’-এ বিখ্যাত মিউজিশিয়ানদের সাক্ষাৎকার নিতেন তিনি।

২. সুভাষ ঘাইয়ের ‘তাল’ ছবিতে ‘ইশ্‌ক বিনা’ গানটি মনে আছে? ওই গান গেয়েই ১৯৯৯ সালে সোনু প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান।

৩. সেরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রথম বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন ‘কাল হো না হো’-র টাইটেল ট্র্যাক গেয়ে।

৪. শুধু কি হিন্দি? বাংলা, ওড়িয়া, কন্ন়ড, পাঞ্জাবি, তামিল, তেলেগু, ইংরেজি, ভোজপুরী, উর্দু, নেপালি ও মারাঠি ভাষাতেও সোনু নিগম সাবলীল ভাবে গাইতে পারেন।

৫. মাত্র তিন বছর বয়স থেকেই শুরু তার গানের সফর। লাইভ শো-র যাত্রা শুরু ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা’ গান দিয়ে।

৬. হিন্দি ছবিতে পাশ্বগায়ক হিসেবে নাম করলেও সোনুর প্রথম প্রাইভেট অ্যালবাম ‘কিসমত’ এক সময় সাড়া ফেলে দিয়েছিল। প্ল্যাটিনাম হিট হয় ১৯৯৮ সালে সেই অ্যালবাম।

০১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে