বিনোদন ডেস্ক : বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমা নিয়ে আবারো শুরু হয়েছে জলঘোলা। একের পর এক নাটকিয়তা শুরু হয়েছে ছবিটি নিয়ে।
একজন নায়ক অশোভন প্রস্তাব দিয়েছে— এমন অভিযোগ তুলে ‘রাজনীতি’ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন পিয়া বিপাশা। অন্যদিকে পরিচালক বুলবুল বিশ্বাস অভিযোগ করেন, তাকে চুক্তিভঙ্গের কারণে বাদ দেয়া হয়েছে।
পিয়া আরও অভিযোগ করেছিলেন ছবিতে তাকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে নেয়ার ষড়যন্ত্রও করছিলেন সেই নায়ক। পরে অপু বিশ্বাসই চুক্তিবদ্ধ হলেন।
ইতিমধ্যে শুরু হয়েছে ‘রাজনীতি’র শুটিং। ২৪ অক্টোবর মহরতের দিনও ধার্য করা হয়েছে। ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও জায়েদ খান।
প্রথমে এ দুই নায়ককে প্যারালাল চরিত্রে অভিনয়ের কথা বলা হলেও হালে শোনা যাচ্ছে জায়েদ খান একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। এবার তা নিয়েই সমস্যা।
এদিকে ক্যারিয়ারের এ সময়ে এসে শাকিব খানের সঙ্গে কোনো ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করাটা জায়েদ খানের জন্য সুখকর বিষয় হবে না। ঠিক এ বিষয়টি নিয়ে ‘রাজনীতি’র মাঠ ফের উত্তাল হয়ে উঠেছে। সব মিলিয়ে ‘রাজনীতি’র মুখোশ উন্মোচনের অপেক্ষায় আছেন সবাই।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন