সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৪:৫৬:৪০

পাকিস্তানে ‘ঢিসুম’ নিষিদ্ধ, যা বললেন বরুণ ধওয়ান

পাকিস্তানে ‘ঢিসুম’ নিষিদ্ধ, যা বললেন বরুণ ধওয়ান

বিনোদন ডেস্ক : ছবির চিত্রনাট্যে পাকিস্তান বিরোধী কোনো তথ্য না থাকা সত্ত্বেও, জন অ্যাব্রাহাম – বরুণ ধওয়ান অভিনীত ‘ঢিসুম’ নিষিদ্ধ করে দেয়া হয়েছে পাকিস্তানে। পাকিস্তান সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে মর্মাহত ছবির অন্যতম অভিনেতা বরুণ ধওয়ান।

টুইট করে বরুণ বলেছেন, 'গত ২৯ জুলাই ভারতে মুক্তি পেয়েছে এই ছবি। সম্পূর্ণ বিনোদনে ঠাসা এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচের প্রেক্ষাপটে। সেই ক্রিকেট ম্যাচের ৩৬ ঘন্টা আগে এক ভারতীয় ক্রিকেটারকে অপহরণ করাকে কেন্দ্র করে শুরু ছবির গল্প। এই ছবিতে মূলত দেখানো হয়েছে বর্তমানে বহু মানুষের কাছে টাকাটাই একমাত্র ধর্ম। এই টাকার জন্যে তারা যেকোনো পর্যায়ে যেতে পারেন, যেকোনো কাজ করতে পারেন। এইধরনের মানুষরা ভারতীয় বা পাকিস্তানি হয় না। এঁরা হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান হয় না, একথাই বলা হয়েছে ছবিতে। ছবির কোথাও পাকিস্তানকে খারাপ আঙ্গিকে দেখানোও হয়নি। তবু এই বিনোদনমূলক ছবিকে নিষিদ্ধ করা হয়েছে সীমান্তের ওপ্রান্তে'।

আর এই সিদ্ধান্তই ভালভাবে নেননি বরুণ। সূত্রের খবর মধ্য প্রাচ্যের বিভিন্ন শহরে এই ছবির মুক্তি নিয়ে ঝামেলা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নানডেজ এবং নার্গিস ফকরিও। বক্সঅফিসে মোটামুটি সফলও ‘ঢিসুম’।

এক সাক্ষাত্কারে বরুণ আগে একবার বলেছিলেন, এই ছবির জন্যে তিনি এক পাকিস্তানি ভদ্রলোকের সংস্পর্শে এসেছিলেন। তার সঙ্গে সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গিয়েছিল বরুণের, যে তিনি ভেবেছিলেন অল্পকয়েক দিনের মধ্যেই সীমান্তের ওপ্রান্তে ঘুরে আসবেন। তবে আপাতত সেটা সম্ভব না হলেও, আগামীদিনে বরুণ আশাবাদী পাকিস্তান যাওয়ার ব্যাপারে। তিনি আশা রাখেন ভবিষ্যতে ভারত-পাক সম্পর্কের উন্নতিও হবে।
১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে