সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৮:৪০:২২

যেভাবে জার্মান জয় করছেন শাহরুখ খান

যেভাবে জার্মান জয় করছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : জার্মানদের বসার ঘরে পৌঁছে গেছে বলিউড সিনেমা৷ আর তা ঘটছে শাহরুখ খানের হাত ধরেই৷ জনপ্রিয় এই তারকার অতীতের গল্পটা অনেকটা বলিউডের মতোই৷

বলিউডের রাজা : তার ক্যারিয়ারের গল্পটা বলিউডের অনেক সিনেমার গল্পের মতো৷ নতুন দিল্লিতে জন্ম নেয়া শাহরুখকে ক্যারিয়ারের শুরুতে অনেক পরিশ্রম করে সামনে এগোতে হয়েছে৷ পঞ্চাশ বছর বয়সি এই অভিনেতা ভারতের অন্যতম সফল অভিনেতাদের একজন৷ অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও উপস্থাপক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি৷

খলনায়ক থেকে নায়ক : ক্যারিয়ারের শুরুতে শাহরুখ খানকে দেখা যেত খলনায়কের চরিত্রে৷ তবে নব্বইয়ের দশকে বিভিন্ন রোমান্টিক ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করে তিনি চূড়ান্ত খ্যাতি অর্জন করেন৷ ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি একটি সিনেমা হলে সবচেয়ে বেশিদিন ধরে চলার বিশ্বরেকর্ড গড়ে৷

বলিউডের জনপ্রিয় জুটি : গত ২২ বছর ধরে শাহরুখের পাশে আছেন কাজল৷ রূপালি পর্দায় সবচেয়ে সফল জুটি তারা৷ তবে বাস্তবে তারা অন্য সঙ্গীর সঙ্গে বিবাহিত এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷

একজন আদর্শ স্বামী : বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান৷ পঁচিশ বছর ধরে সংসার করছেন তারা৷ শাহরুখের ক্যারিয়ারে স্ক্যান্ডালের ঘটনা তেমন একটা নেই৷ পারিবারিক জীবনে তিন সন্তানের জনক তিনি৷

‘বলিউড মিটস হলিউড’ : ২০১০ সালে মুক্তি পাওয়া ‘মাই নেম ইজ খান’ ছবিটি বিদেশের মাটিতে সবচেয়ে জনপ্রিয় বলিউড মুভি হিসেবে স্বীকৃতি পায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে নির্মিত ছবিটিতে নাইন ইলেভেনের পর ইসলামোফোবিয়ার বিষয়টি তুলে ধরা হয়৷ ছবিটিতে তার সংলাপ ‘মাই নেম ইজ খান এন্ড আই এম নট এ টেরোরিস্ট’ ব্যাপক সাড়া জাগায়৷

বলিউড রপ্তানি : ২০১৪ সালে মিউজিক্যাল কমেডি ড্রামা ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তির পর একদিনে সর্বোচ্চ অর্থ আয় করা বলিউড ছবির রেকর্ড গড়ে৷ সেবছর ছবিটি জার্মানিতেও প্রদর্শিত হয়৷ এখন অবস্থা এমন যে, জার্মানিতে বলিউডের নাচ এবং রান্না শেখার পাশাপাশি বলিউডের পোশাকও বিক্রি হচ্ছে৷

একজন বিত্তবান : শাহরুখ খান এবং তার সহঅভিনেতা অক্ষয় কুমার ফোর্বসের সবচেয়ে বিত্তশালীদের তালিকায় স্থান করে নিয়েছেন৷ বলিউডের রাজার বাৎসরিক আয় তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার৷ কুমারের চেয়ে এই আয় বেশি হলেও হলিউডের সবচেয়ে ভালো আয় করা অভিনেত্রী জেনিফার লরেন্সের চেয়ে বেশ কম৷ ২৫ বছর বয়সি জেনিফারের বাৎসরিক আয় গত বছর ছিল ৪৬ মিলিয়ন মার্কিন ডলার৷

কোটি কোটি অনুসারী : বলিউডের রাজার ফেসবুক এবং টুইটারে বিশ মিলিয়ন করে অনুসারী রয়েছেন৷ ব্যক্তিগত বিভিন্ন বিষয়াদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি, যেখান থেকে জানা গেছে তার ‘পোকিমন গো’ প্রেমের কথা৷

ভারতের চলচ্চিত্র শিল্প বিশ্বের অন্যতম বড় শিল্পগুলোর একটি৷ প্রতিবছর দু’হাজারের মতো ছবি মুক্তি পায় সেখানে৷ এরমধ্যে অন্যতম মুম্বই থেকে মুক্তি পাওয়া হিন্দি ভাষার বলিউড ছবি৷ আর জার্মান টিভিতে মাঝেমধ্যে দু’য়েকটি বলিউড ছবি দেখানো হয়, যার কল্যাণে বলিউড সুপারস্টার শাহরুখ খান জার্মানিতে এক জনপ্রিয় অভিনেতা৷
ভারতের অন্যতম বড় টেলিভিশন নেটওয়ার্ক জি ওয়ান গত শুক্রবার থেকে জার্মানিতে প্রচার শুরু করেছে৷ চব্বিশ ঘণ্টার চ্যানেলটিতে বলিউডের অনেক ছবি প্রচার করা হবে৷

প্রসঙ্গত, গত বেশ কয়েকবছর ধরেই বিদেশের বাজারে নিজেদের বড় অবস্থান গড়তে চাচ্ছে বলিউড৷ আর সেলক্ষ্যে নতুন দর্শক ধরতে জি ওয়ানের কার্যক্রম শুরু হয়েছে জার্মানিতে, বলেন টিভি চ্যানেলটির পরিচালক ফ্রিডরিকে ব্যাহরেন্ডস৷ তিনি মনে করেন, ভারতীয় ছবির দেয়ার মতো অনেক কিছু আছে৷-ডিডব্লিউ
১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে