বিনোদন ডেস্ক : স্টুডেন্ট অফ দা ইয়ারে প্রথম অভিনয় আলিয়া ভাটের। এরমধ্যেই বলিউড পাড়ায় নিজের পাকা জায়গা করে নিয়েছেন তিনি। হাইওয়ে থেকে উড়তা পঞ্জাব, সব কিছুতেই যে তিনি সাবলীল তা বারবার প্রমাণ করেছেন আলিয়া। অভিনয়ের পাশাপাশি গানেও হাতেখড়ি হয়েছে তার। তবে আর যাই করুন না কেন, ছবি পরিচালনা যে তার দ্বারা সম্ভব নয়, তা সাফ জানালেন আলিয়া।
তার মতে, হয়ত কোনো একদিন ছবি প্রযোজনা করবেন। কিন্তু, পরিচালনা কখনো না। পরিচালক হতে গেলে অনেক বিষয়ে মাথা ঘামাতে হয়, অনেক কিছু জানতে হয়। সে যোগ্যতা তার নেই বলেই মনে করেন আলিয়া।
সম্প্রতি, পরিচালক গৌরি শিন্ডের আপকামিং ছবি ডিয়ার জিন্দেগির শুটিং করছেন আলিয়া। এই ছবিতেই প্রথমবার শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। পরের বছর ২৫ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।
১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই