বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘আশিকী’ নিয়ে বেশ হতাশ প্রিয়দর্শিনী’ অভিনেত্রী মৌসুমী। তিনি বলেছেন, এ ছবিতে কাজ করা আমার অভিনয়জীবনের একটা ভুল সিদ্ধান্ত।
একটি দৈনিকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। তিনি বলেন, আমার চরিত্রের শুরুটা দেখানো হলেও শেষটা দর্শকের কাছে অজানাই থেকে গেছে। ছবি মুক্তির পর থেকেই এমন কথা শুনতে শুনতে আমি বিরক্ত।
মৌসুমী বলেন, শুটিংয়ের সময় পরিচালক খুব তাড়াহুড়ো করেই কাজটা করেছেন। তখন এমনও বলেছিলেন, পরে আরও দু-এক দিন শুটিং করবেন। কিন্তু পরে তারা আর শুটিং করেননি। এ কারণে হয়তো জোড়াতালি দিয়ে গল্পটা মিলিয়ে দিতে চেয়েছেন তারা। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার জন্য খুবই দুঃখজনক। সত্যি কথা বলতে, ‘আশিকী’ ছবিটি নিয়ে আমি হতাশ।
‘আশিকী’ ছবিতে ‘ক্রোমা শট’ বেশি ব্যবহৃত হয়েছে এবং পর্দায় তা ভালো লাগেনি। প্রেক্ষাগৃহে অনেকের কাছেই তা বিরক্তিকর লেগেছে। অনেককেই বলতে শোনা গেছে, কার্টুন ছবি দেখছি না তো! এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি আসলে এখনো ছবিটি দেখিনি। এই ধরনের কথা কয়েক দিন ধরে আমিও শুনছি। পরিচিতজনদের অনেক এমনও বলছেন, ছবিটির গল্প বলার ধরনটাও তাদের মোটেও ভালো লাগেনি। নায়ক অঙ্কুশকেও কেমন যেন অন্যরকম লেগেছে।
মৌসুমী বলেন, ছবিতে অকারণে হিন্দি সংলাপের ছড়াছড়ি। শুরুর দিকটা নাকি বেশি বিরক্তিকর ছিল। তবে ছবির গানগুলোর চিত্রায়ণের বেশ প্রশংসা শুনেছি।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন