মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৮:৪১:২০

একসময়ের তামিল সিনেমার জনপ্রিয় নায়ক, আর এখন এ অবস্থা!

একসময়ের তামিল সিনেমার জনপ্রিয় নায়ক, আর এখন এ অবস্থা!

বিনোদন ডেস্ক : যদি ‘রেফারেন্স’-এর কথা বলা হয়, তা হলে নিঃসন্দেহে অভাব হবে না। এ এমন কঠোর বাস্তব, যা বহুবার ঘুরেফিরে এসেছে এর আগে। এককালে শৌর্যের শীর্ষে থাকা ব্যক্তি দেখেছেন পতনের অতল অন্ধকার।

সেই বাস্তবই আবার ফিরে এল। এবার চিরঞ্জীবি। একসময়ে যার সঙ্গে কাজ করতে নায়িকারা দিনের পর দিন অপেক্ষা করতেন, সেই নায়কই এখন নায়িকা খুঁজে পাচ্ছেন না। ক্যারিয়ারের ১৫০তম ছবিটি করতে চলেছেন চিরঞ্জিবী। ক্যারিয়ারে একটি মাইলস্টোন বলে কথা। তাই কোনো কসুরই বাকি রাখছেন না তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, একসময়ে বক্সঅফিস কাঁপানো এই নায়কের সঙ্গে কাজ করতে রাজি হচ্ছেন না প্রথম সারির কোনো নায়িকাই।

প্রথমে অফার করা হয়েছিল এই মুহূর্তে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান নায়িকা কাজল আগরওয়ালকে। কিন্তু তিনি সেই অফার গ্রহণ করেননি বলে শোনা যাচ্ছে। তার পরে দক্ষিণ থেকে সরে চিরঞ্জীবি চলে যান বলিউডে। প্রথমে প্রস্তাব দেয়া হয়েছিল ক্যাটরিনা কাইফকে। কিন্তু তিনি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন বলেই জানা যায়। এর পরে অফার যায় কারিনা কাপুর এবং সোনাক্ষী সিংহার কাছে। জানা যায়, তারা দু’জনেও নাকি প্রত্যাখ্যান করেছেন?

সোনাক্ষী জানিয়ে দেন, তার হাতে সময় নেই। কারিনা জানিয়ে দেন, সন্তানসম্ভবা হওয়ায় তার পক্ষে এখন কোনো সিনেমাতে কাজ করা সম্ভব নয়। এর পরে ফের কাজল আগরওয়ালের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে বলে জানা গেছে। কাজল নাকি অবশেষে রাজি হয়েছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। একটি সূত্র বলছে, ক্যারিয়ারের ১৫০তম ছবিটির জন্য এখনো পর্যন্ত নায়িকা খুঁজে পাননি চিরঞ্জীবি।

সুপারহিট তামিল ছবি ‘কাটঠি’-র তেলুগু রিমেকই চিরঞ্জীবির ১৫০তম ছবি হতে চলেছে। তামিল ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন সামান্থা রুথ প্রভু। ছবিটি প্রযোজনা করবেন চিরঞ্জীবির ছেলে রামচরণ তেজা। রামচরণ অবশ্য এই মুহূর্তে দক্ষিণের সুপারহিট নায়ক। ‘মগধিরা’-র মতো ব্লকব্লাস্টার দিয়ে যার আগমন ঘটেছিল।
২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে