মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৯:০৩

লতার জন্মদিনেই মারা গেলেন আশা ভোঁসলের ছেলে

লতার জন্মদিনেই মারা গেলেন আশা ভোঁসলের ছেলে

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের বড় ছেলে হেমন্ত মারা গেছেন। গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে মারা গেছেন তিনি।

হেমন্ত দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে আসছিল। এ দিনটি আশা ভোঁসলের বড় বোন লতা মুঙ্গেশকরের জন্মদিন ছিল।

হেমন্ত নিজেও মা খালার মতো গানের জগতের মানুষ ছিলেন। তিনি সংগীত পরিচালক ছিলেন। তার সুর করা অনেক গানই মা আশা ভোঁসলে গেয়েছেন। ‘জাগে জাগে নায়নো মে’, ‘ইউঁ কাশি প্রিয়া’ প্রভৃতি। ‘শ্রদ্ধাঞ্জলি’ ও ‘নজরানা পেয়ার কা’ গানদুটিও জনপ্রিয়তা পেয়েছিল।

জানা যায়, অসুন্থ ছেলেকে দেখতে খুব শীগ্রই স্কটল্যান্ড যাওয়ার কথা ছিল আশা ভোঁসলের। কিন্তু সে সময়টুকু পেলেন না তিনি। এর মাত্র তিন বছর আগেই ২০১২ সালে তার মেয়ে বরষা আত্মহত্যা করেন।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে