শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৪:৪৬:৩৩

জিৎ ও দেবের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে শাকিব খান : কলকাতার পরিচালক

জিৎ ও দেবের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে শাকিব খান : কলকাতার পরিচালক

বিনোদন ডেস্ক : একথা বললেন ‘‌শিকারি’‌র পরিচালক কলকাতার জয়দীপ মুখোপাধ্যায়। শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনার এই ছবি। মুক্তির আগে পরিচালকের মুখোমুখি কলকাতার দৈনিক‘‌আজকাল’‌।

প্রশ্ন : টালিগঞ্জে তো নায়কের অভাব নেই। তবু ‘‌শিকারি’‌ ছবিতে বাংলাদেশের নায়ক কেন?‌

জয়দীপ : আসলে এই ছবিটা একটা টোটাল টিমওয়ার্ক। ভারত-‌বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। এখানকার প্রযোজক এস কে মুভিজের অশোক ধানুকা, হিমাংশু ধানুকা আর বাংলাদেশের প্রযোজক জ্যাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ— আমরা সবাই মিলে মিটিং করেছিলাম। এই ধরনের যৌথ প্রযোজনায় দুই বাংলা থেকেই শিল্পী নেওয়া হয়। তবে এর আগে বেশিরভাগ যৌথ প্রযোজনার ছবিতেই বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হয়েছে আর এখান থেকে নায়ক। এবার আমরা ঠিক করলাম বাংলাদেশ থেকে নায়ক নেওয়া হবে। সেই ক্ষেত্রে শাকিবের নামটাই প্রথম এল, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার শাকিব খান। আমরা চেয়েছিলাম এখানকার দর্শকদের একজন নতুন নায়ক উপহার দিতে। সেই হিসেবেই শাকিব খান। এতদিন ধরে অনেক হিরো তো এখানকার দর্শক দেখলেন। এবার ওঁরা একজন নতুন হিরোর স্বাদ পান, এটাই চেয়েছিলাম।

প্রশ্ন : তা হলে কি এই ছবিতে আপনারা জিৎ বা দেবের প্রতিদ্বন্দ্বী হিসেবে শাকিবকে তুলে ধরতে চাইছেন?‌

উত্তর : সেটা বললেও মোটেই বাড়াবাড়ি হবে না। কারণ, জিৎ বা দেবের যা ক্যাপাবিলিটি, তার চেয়ে শাকিব কোনও অংশেই কম নয়।

প্রশ্ন : কী করে বলছেন?‌ আপনি কি শাকিবের ছবি দেখেছেন?‌

উত্তর : সত্যি বলতে কী, এই ছবিটার কাজ শুরু করার আগে পর্যন্ত শাকিবের সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। কিন্তু যখন এই ছবির নায়ক হিসেবে শাকিবের নাম চূড়ান্ত হল তখন ওর ছবি দেখা শুরু করলাম। ওর দুটো ছবি দেখেছিলাম। আর তারপর ‘‌শিকারি’‌। ওর যা কাজ দেখলাম, তাতে স্বচ্ছন্দে ওকে জিৎ বা দেবের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা চলে।

৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে