শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৫:১২:৫৭

ইতিহাস নয়, আশুতোষই ভরসা হৃত্বিকের

ইতিহাস নয়, আশুতোষই ভরসা হৃত্বিকের

বিনোদন ডেস্ক : পরিচালক আশুতোষ গোয়ারিকারের প্রতি অগাধ আস্থা তার। পরিচালক নিজেই ইতিহাসের পাঠ্য বই। তাই অভিনয় করতে ইতিহাস পড়ার দরকার হয়নি হৃত্বিক রোশনের। সমস্যা হলেই পরিচালকের কাছে ছুটে গিয়েছেন। তার পরামর্শেই অভিনয় করে গিয়েছেন তিনি।

‘‌মহেঞ্জোদরো’‌ রিলিজের আগে এক সাক্ষাতকারে জানালেন হৃত্বিক রোশন। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ইতিহাস আশ্রয়ী এই সিনেমা। শেষ সিনেমা ‘‌ব্যাং ব্যাং’‌–এর পর কেটে গেছে দু বছর। এতটা ফাক?‌ হৃত্বিক বলছেন, মহেঞ্জোদরোর প্রস্তুতিতে বেশ খানিকটা সময় লেগে গেল। পরিচালক ডিটেলিং–এর ওপর জোর দিয়েছিলেন। অভিনেতা হিসেবে তার ভাবনাকে মর্যাদা দিয়েছেন তিনি। তাই সিনেমা বানাতে নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লেগে গেল।

তবে অভিনয় করে খুশি তিনি। ইতিহাস পড়তে ভাল লাগত না। কিন্তু এখন বুঝছেন, নিজেদের উৎস জানা প্রয়োজন। আশুতোষের পরিচালনায় ‘‌যোধা আকবর’‌–এ আকবর হয়েছিলেন হৃত্বিক। সেই সময়ও ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছিল। তবে সিনেমা রিলিজের পর সব প্রশ্নের উত্তর পেয়ে যান সমালোচকরা। মহেঞ্জোদরো রিলিজের পরও সিনেমা ঘিরে বিকৃতির অভিযোগ থাকবে না, আশাবাদী তিনি।

৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে