রবিবার, ০৭ আগস্ট, ২০১৬, ০৬:৫০:১৬

ঝুঁকি নিয়ে ৭৫ ফুট ওপরে নিরব ও মমের ৪ ঘণ্টা

ঝুঁকি নিয়ে ৭৫ ফুট ওপরে নিরব ও মমের ৪ ঘণ্টা

বিনোদন ডেস্ক : ঝুঁকি নিয়ে মাটি থেকে ৭৫ ফুট ওপরে পাথরে দাঁড়িয়ে থাকতে হলো ৪ ঘণ্টা নিরব ও মমকে।  ‘ভালোবেসে তোর হব’ সিনেমার গানের শুটিংয়ে বান্দরবানের রুমা এলাকার রিজুক ঝরনায় গানের শুটিংয়ে ঝুঁকিপূর্ণ কাজটি করতে হয়েছে তাদের।

বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও নামার সময় পাথরে পা পিছলে ঝরনার পানিতে পড়ে যান নিরব। অন্যদিকে মম মাথায় লাইট স্ট্যান্ড লেগে ব্যথা পান।

সিনেমাটির একটি গানের শুটিংয়ের জন্য এ মুহূর্তে বান্দরবানে আছেন নিরব-মম, কোরিওগ্রাফার তানজিলসহ ছবির পুরো ইউনিট।  দুটি গানের শুটিং শেষে ১১ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

বান্দরবানে সিনেমার গানের শুটিংয়ে নিরব ও মম বলেন, সিনেমাটির শুটিং করতে এসে কী যে কষ্ট করতে হচ্ছে তা কেউ না দেখলে বিশ্বাস করবে না। দৃশ্যগুলো বাস্তবসম্মত করতেই এত কষ্ট।  ছবিটি দেখার পর দর্শকরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে।
৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে