রবিবার, ০৭ আগস্ট, ২০১৬, ০৭:০২:৫৯

মুখ ঢেকে আবার ভারতে ফিরলেন নার্গিস!

মুখ ঢেকে আবার ভারতে ফিরলেন নার্গিস!

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে বলিউড ছেড়ে অমেরিকায় পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী নার্গিস ফখরি। কানাঘুষা শোনা গিয়েছিল, চিরদিনের মতোই নাকি বলিউড ছেড়েছেন তিনি। আর কখনোই বলিউডে কাজ করবেন না। তবে, সেই জল্পনা উড়িয়ে দেশে ফিরলেন নার্গিস। আজ ০৭ আগস্ট রবিবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। সাংবাদিকরা ছবি তুলতে গেলে সঙ্গে সঙ্গেই মুখে ঢেকে ফেলেন তিনি।

এর আগে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন নার্গিস। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। তখনই তিনি জানিয়েছিলেন, বিশেষ কিছু কাজের জন্য আমেরিকা যাচ্ছেন। আর এরপর থেকেই গুজব ওঠে বলিউড ছেড়ে এবার হলিউডে কাজ করবেন নার্গিস। এরপরই দেশে ফেরেন তিনি।

মাসকয়েক আগে শারীরিক অসুস্থতার কারণে দেশ ছেড়েছিলেন নার্গিস। যদিও, শোনা যাচ্ছিল, উদয় চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার কারণেই নাকি নার্গিসের বলিউডত্যাগ। তবে, সে জল্পনাতে এবার নিজেই পানি ঢাললেন নার্গিস।
৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে