সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৬:০৯:৫৭

শাকিব ও তার ‘বসগিরি’র দাপট

শাকিব ও তার ‘বসগিরি’র দাপট

বিনোদন ডেস্ক: মুক্তির আগেই দাপট দেখাচ্ছে শাকিব খানের ‘বসগিরি’। আসছে ঈদে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে। তবে, মজার ব্যাপার হচ্ছে চলচ্চিত্রটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য থাকছেনা তেমন কোন চলচ্চিত্র। গেল ঈদে শাকিব খানের তিনটি ছবি মুক্তি পায়। তিন ছবির দাপটে হলে এখনো নতুন কোন ছবি উঠতেই পারেনি। বাদশা চলচ্চিত্রের মধ্য দিয়ে কলকাতার বাদশা জিৎ মৃদু প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হলেও এ ঈদে শাকিবের জন্য মাঠ ফাঁকা।

কথা ছিল এবার শাকিবের সঙ্গে অ্যাকশান ইমেজ নিয়ে লড়বেন পরীমনি। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও পরীর কোন ছবি মুক্তি পায়নি ঈদে। সে কারনেই দারুণ আগুন নিয়ে রক্ত চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পরী। কিন্তু সে আগুনে কিছুটা জল ঢাললেন জাজপিতা আবদুল আজিজ।

জানালেন, ‘রক্ত সিনেমার বাজেট শিকারি এবং অগ্নি২ থেকে বেশী। আর পরিচালক ‪সুমন‬ সিনেমাটা বানিয়েছেও খুব ভালো। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই ঈদে আমরা ‘রক্ত’ সিনেমাটি মুক্তি দিতে পারছি না। কারণ, এখনও অনেক শুটিং বাকি আছে। বিভিন্ন কারণে আমরা অনেক দিন শুটিং করতে পারি নাই।’

আজিজ আরও জানালেন, ‘এর পরিবর্তে আমার ঈদে ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি মুক্তি দিব। এই সিনেমাটির ৮০% শুটিং হয়েছে লন্ডনে। একটি মিষ্টি কমেডি রোমান্টিক সিনেমা ‘প্রেম কি বুঝিনি’। এতে অভিনয় করেছে শুভশ্রী, ওম, জান্নাতুল ফেরদৌস পিয়া, রেবেকা, হাসান ইমাম, নাদের চৌধুরী ও একজন প্রবাসী বাংলাদেশি নতুন মুখ।’

অচিরেই চলচ্চিত্রটি সেন্সরবোর্ডে জমা দেবেন আজিজ। ১৩ আগষ্ট থেকে শুরু হবে প্রচারণাও।

তবে, সূত্র জানাচ্ছে শাকিবের ‘বসগিরি’র বিপরীতে বিগবাজেটের রক্ত ঝুঁকির মুখে পড়তে পারে বলেই মাঠ ছেড়ে দিয়েছে জাজ। শাকিবের বসগিরি চলচ্চিত্রটির নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এতে তার বিপরীতে দেখা যাবে নবাগতা বুবলীকে।-বাংলামেইল
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে