রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১০:২২:১৬

দুই পক্ষের সংঘর্ষ, গুলি, ১ জনের মৃত্যু

দুই পক্ষের সংঘর্ষ, গুলি,  ১ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জের ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শিপন মিয়া নামের একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিপন মিয়া (২৮) একই গ্রামের মনেক মিয়ার ছেলে। আহতরা হলেন রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সঙ্গে বিরোধ চলছিল। সন্ধ্যার দিকে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খেতে গেলে রিফাত গুলি চালায়।

এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যায়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া বলেন, সকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম কালবেলাকে বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে