রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১০:৩৫:০৩

এক অদ্ভুত প্রেম কাহিনী আজ সবাইকে চমকে দিয়েছে

এক অদ্ভুত প্রেম কাহিনী আজ সবাইকে চমকে দিয়েছে

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক অদ্ভুত প্রেম কাহিনী আজ সবাইকে চমকে দিয়েছে। চীনের হোয়ানান প্রদেশের যুবক ওয়াং তাও প্রেমের টানে বাংলাদেশে এসে কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার কন্যা সুরমা আক্তারের সঙ্গে মুসলিম রীতি মেনে বিয়ে সম্পন্ন করতে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরমা আক্তার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন। ওয়াং তাও হোয়ানানের ইচাং চাও-এর ছেলে। গত শুক্রবার রাতেই তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এরপর সুরমার পরিবারের কাছে পৌঁছে যান।

সুরমার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেড় মাস আগে ওয়াল টক অ্যাপসের মাধ্যমে সুরমা ও ওয়াং তাও’র পরিচয় হয়। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির পর বাংলাদেশ-চীনের দূতাবাসের মাধ্যমে ওয়াং তাও দেশে আসেন।

এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিপুলসংখ্যক মানুষ কৌতূহলবশত সুরমার বাড়িতে ভিড় করেছেন, যাতে এক নজর দেখে নিতে পারেন চীনা যুবককে।

রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সুরমা আক্তারের মা নুরেনা জানান, তাদের ভালোবাসা পরিপূর্ণতা দিতে চীন থেকে সেই যুবক চলে এসেছে। ওই যুবক কোনো ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে ওয়াং তাও ইসলাম ধর্ম গ্রহণ করবে। রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবেন চীনা যুবক।

নাসিরনগর থানার ওসি মাকছুদ আহম্মাদ বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার কথা শুনেছি। বিষয়টি নিশ্চিতে ফোর্স পাঠানো হয়েছে।

কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম জানান, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি তিনি চীনের নাগরিক। আমরা শুনেছি রোববার আদালতে তাদের বিয়ে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে