চাঁদপুর : জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর বিষয়ক বিতর্ককে কেন্দ্র করে ছুরিকাঘাতে কাঞ্চন (২৩) নামের যুবক খুন হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুখিয়া ইউনিয়নের (পূর্ব) বেড়ি বাজারে। কাঞ্চন একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আলী আহম্মদ কবিরাজের ছেলে।
কাঞ্চনের বাবা আলী আহম্মদ গণমাধ্যমকে বলেন, দুপুরে আমার ছেলে কাঞ্চন ওই বাজারের জাফর ভূঁইয়ার ছেলে শিব্বিরের দোকানে ঈদের কেনাকাটা করতে যায়।
তিনি জানান, ওই সময় কাপড়ের দোকানে ‘মীর কাসেমের ফাঁসি কার্যকর বিষয়ক কথাবার্তা হচ্ছিল। কথাবার্তা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানি শিব্বিরসহ জাকির ও মুনসুর মেম্বার তাকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কাঞ্চনের অবস্থা আশঙ্কাজনক দেখে পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খুনের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত কাউকে খুঁজে পায়নি।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম