রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৬:৪৮

বিএনপিতে যোগদান করলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি

বিএনপিতে যোগদান করলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজিত এক কর্মীসভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির দলীয় কার্যালয়ে যোগ দেন।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ন কবির সুমন এবং সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুমন তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।

যোগদানকালে মো. মোবারক হোসেন বলেন, ‘বিএনপির নীতি ও আদর্শ অনুসরণ করে ইউনিয়নের উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে