বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৩১:০৮

‌‘আমারে খাইতে দেয় না, শুধু মারে’

‌‘আমারে খাইতে দেয় না, শুধু মারে’

চাঁদপুর : মানুষরূপী এক দম্পতির বর্বর নির্যাতনের শিকার ৮ বছরের শিশু জান্নাতুল ফেরদৌসী।  শরীরের প্রতিটি স্থানের ক্ষত নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে সে।  মাথায় ইস্ত্রি দিয়ে ছ্যাঁকার ক্ষত রয়েছে।।

জানা গেছে, পাঁচ ভাই-বোনের মধ্যে তৃতীয় জান্নাত। দিনমজুর বাবা আর মা ফিরোজা বেগম অন্যের বাড়িতে কাজ করে যা পান তা দিয়েই চলে সংসার। গত এক বছর আগে অভাবের সংসারের কথা জেনে আশার কথা শুনিয়েছিলেন গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা ওমর ফারুক ও মনি বেগম।  মাধ্যম হয়ে কাজ করেন জান্নাতের খালু মোস্তফা সরদার।

গত এক সপ্তাহ আগে নির্যাতিত জান্নাতকে তার খালুর কাছে দিয়ে যায় ওমর ফারুক ও মনি বেগম।  খালু মোস্তফা সরদার ঢাকার বাড্ডায় প্রাথমিক চিকিৎসা করালেও অবস্থা ভালো না হওয়ায় গত বুধবার রাত পৌনে দশটার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের বেড়িবাঁধের ওপর এনে ছেড়ে দেন।  শিশু জান্নাতের এ অবস্থা দেখে মোস্তফা সরদারকে স্থানীরা আটক করে পুলিশে সোপর্দ করে।

শিশু জান্নাতুল ফেরদৌসী জানায়, ‘আমারে খাইতে দেয় না।  কথায় কথায় শুধু মারে’।

জান্নাতের মা ফিরোজা বেগম জানান, এক বছর আগে আমার মেয়েকে নিয়ে গেছে।  এরপর তার সাথে আর কথা বলতে পারিনি।  এক বছর পর আমার মাইয়ারে কি হাল কইরা দিয়া গেল।   এমন নির্যাতন করছে পশু পাখিরেও এভাবে মারে না মানুষ। আমি এর বিচার চাই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান চৌধুরী জানান, একটি ক্ষত শুকাচ্ছে তো আরেকটি দগদগে ক্ষতের যন্ত্রণায় কাতরাচ্ছে।  তার কিছুটা মানসিক সমস্যাও দেখা দিয়েছে।  সুস্থ হতে অনেক সময় লাগবে।

তিনি জানান, গরম খুন্তির ছ্যাঁকা ও বেত্রাঘাতে তার শরীরে ক্ষত হয়েছে।

এ খবর পেয়ে চাঁদপুর পুলিশ সুপার শামছুন্নাহার উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসে তা তাকে ভর্তি করান।  এর আগে শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়েছিল।

এদিকে শিশু জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা ওমর ফারুককে (৪০) আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে হাইমচর থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে আটক করে।  এ কথা জানান চাঁদপুর পুলিশ সুপার শামছন্নাহার।

এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার রাতে স্থানীয় জনতা আটক করে জান্নাতের খালু মধ্যস্থতাকারী মোস্তফা সরদারকে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত ওমর ফারুকের স্ত্রী মনি বেগমকেও আটকের চেষ্টা চলছে।
১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে