শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৫:৫৬:৫৫

জড়িত থাকলে পুলিশকেও জেলে পাঠানো হবে : পুলিশ প্রধান

জড়িত থাকলে পুলিশকেও জেলে পাঠানো হবে : পুলিশ প্রধান

ঢাকা : পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে, তাকে শুধু পুলিশ বিভাগ থেকেই বের করে দেয়া হবে না, তার বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হবে।  পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।  শুধু আইন দিয়ে মাদক সমস্যার সমাধান হবে না।  এর বিরুদ্ধে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।  জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক রোধ করা সম্ভব।

পুলিশ প্রধান বলেন, প্রতিমাসে পুলিশ কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মাদক সংক্রান্ত মামলা নেয়।  আটক করা হয় কয়েক হাজার।  পুলিশ এবং সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে পরস্পরের মধ্যে সু-সম্পর্ক সৃষ্টি হয়।  এ সম্পর্ক এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।  কারণ পুলিশ এবং সাংবাদিকদের কাজ একই সূত্রে গাঁথা।  

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুর রহমান পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ্ মো. মাকছুদুল আলম, বিএম হান্নান প্রমুখ।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে