নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) আয়োজন করে বাংলাদেশ আনজুমানে আশেকানে মোস্তফা (সাঃ)। জুলুসটির সাদারাতে ছিলেন চাঁদপুরের ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের বর্তমান গদ্দিনিসিন পীর ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। এতে আরও উপস্থিত ছিলেন শাহজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা হাফেজ রফিকুল ইসলাম,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী,বাংলাদেশ আনজুমানে আশেকানে মোস্তফা (সাঃ) এর সভাপতি সুফি আব্দুল খালেক সহ আরও অনেকেই। জুলুসটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শাহজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসা প্রাঙ্গনে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী তাঁর বক্তব্যে বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হচ্ছেন রাহমাতুল্লিল আলামীন। তাঁর আগমনের দিন ১২ই রবিউল আউয়ালে আজ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত হচ্ছে। এভাবে সারা বিশ্বের মুসলিম মিল্লাত ঐক্য গড়ে তুলে ইসলামের শান্তির পরশ সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে এবং নির্যাতিত আমাদের মুসলিম ভাইদের পাশে দাড়াতে হবে। আজ মিয়ানামার রোহিঙ্গা মুসলিমরা এমনভাবে নির্যাতিত হচ্ছে,যার সমাধান আজও হয়নি, ফলশ্রুতিতে দিন দিন তাদের উপর অমানবিক,অন্যায় ভাবে নির্যাতন বেড়েই চলছে। তাই সমাধান হিসেবে হয় তাদের নাগরিকত্ব দিতে হবে অথবা তাদেরকে আলাদা রাষ্ট্র হিসেবে তাদের সার্বভৌমত্ব দিতে হবে।
মুনাজাতে মুসলিম জাতি,দেশের শান্তির জন্য দোয়া করা হয়,বিশেষ করে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া করা হয়।
১৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস