বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৩৪:১৬

শিশুদের কাঁদে চড়া সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অবশেষে মামলা

শিশুদের কাঁদে চড়া সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অবশেষে মামলা

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের তৈরি ‘পদ্মাসেতুর’ ওপর দিয়ে হাঁটার ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়েছে। স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহম্মেদ ওরফে আব্দুল কাদের বুধবার দিনগত রাতে হাইমচর থানায় এ মামলা করেন। এতে আসামি করা হয়েছে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন পাটওয়ারী, সদস্য মনসুর আহমেদ ও এম এ বাশারকে।

মামলার এজাহারে বাদী ওই দিনের ঘটনা উল্লেখ করে এতে কোমলমতি শিশুদের শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান জানান, ‘গত মঙ্গলবারের (৩১ জানুয়ারি) ঘটনায় শিক্ষার্থীরা শারীরিকভাবে নির্যাতিত হয়েছে বলে মামলার এজাহারে ওই অভিভাবক উল্লেখ করেছেন। মামলা হয়েছে, তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্টের মধ্যে একটি ছিল প্রতীকী পদ্মা সেতু তৈরি করে তার ওপর দিয়ে চলাচল। ক্রীড়ানুষ্ঠানের এক পর্যায়ে স্কুলছাত্রদের শরীরে পদ্মাসেতু তৈরি ও তা পরিদর্শনের জন্য প্রধান অতিথি নূর হোসেনকে মাইকে ঘোষণা দিয়ে আহ্বান জানানো হয়। এ সময় তিনি প্রতীকী সেতু তথা শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে যেতে আপত্তি জানান। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রদের অনুরোধের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান সেখানে ওঠেন এবং শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে ওই ‘সেতু’ পার হন। পরে ওই ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রদের পাঁচ হাজার টাকা পুরস্কারও দেন।

২০০৪ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস একইভাবে এ ধরনের মানবসেতু পার হন। একইভাবে আরেক বছর স্কুলের প্রধান শিক্ষকও এ ইভেন্টের এভাবে ‘সেতু’ পার হন। স্কুলের প্রধান শিক্ষক জানান, ২০০৩ সালের পর থেকে প্রতি বছরই এ ইভেন্ট চলে আসছে।

এবারের এ ঘটনা তদন্ত করতে এক সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারওয়ার জাহান।-বাংলা ট্রিবিউন
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে