শনিবার, ৩১ মার্চ, ২০১৮, ০২:৫৭:৪১

প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন যে ৪৭ উপহার নিয়ে

প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন যে ৪৭ উপহার নিয়ে

নিউজ ডেস্ক: চাঁদপুরবাসীর জন্য ৪৭টি উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে চাঁদপুরের হাইমচর চাঁদপুর সার্কিট হাউস চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটস-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে চাঁদপুর স্টেডিয়ামে জনসভাস্থল থেকে এসব প্রকল্পের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন-

চাঁদপুর জেলা পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের (৬ তলা ভিত বিশিষ্ট-৪ তলা পর্যন্ত) স্টাফ কোয়ার্টার; চাঁদপুর পৌরসভায় পুরান বাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার; চাঁদপুর পৌরসভায় নতুন বাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার; চাঁদপুর জেলার পুরান বাজার ইব্রাহীমপুর সাখুয়া এলাকায় মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত); মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর) এবং বাঞ্ছারামপুর উপজেলার বাম তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত); চাঁদপুর সরকারি কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস; চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন; মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন; মতলব উত্তর উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয়ের ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন; কচুয়া উপজেলার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন; ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডা. রশিদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার শোল্লা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন; মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন; ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন; চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৬০ (ষাট) জন ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাসস্থান; হাইমচর উপজেলাধীন চাঁদপুর পুরান বাজার (ডেলের বাজার)-হাইমচর-চরভৈরবী সড়ক উন্নয়ন; চাঁদপুর সদর উপজেলাধীন রাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; চাঁদপুর সদর উপজেলাধীন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; চাঁদপুর সদর উপজেলাধীন আমীনুল হক পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; কদমতলা পৌর সুপার মার্কেট; স্বৈরাচার বিরোধী ৯০-এর গণ আন্দোলনে শহীদ ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান রাজু স্মরণে ‘রাজু চত্বর’; ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর ও ‘মতলব ধনাগোদা নদীর ওপর সেতু (মতলব সেতু)’ (মোট ২৩টি)

যেসব ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন-

মতলব দক্ষিণ উপজেলায় গালিম খাঁ চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; কচুয়া উপজেলায় জগৎপুর অংশে চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলায় চরমান্দারী চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; মতলব উত্তর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাইমচর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাজীগঞ্জ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া পৌরসভায় ভূ-গর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ; মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট এবং চরভৈরবী এলাকার কাটাখাল বাজার রক্ষা প্রকল্প।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বাশারা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব পৌর ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; চাঁদপুর সদর উপজেলাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; শাহরাস্তী উপজেলাধীন রাগৈ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কচুয়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কাদলা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; হাইমচর উপজেলাধীন ঈশানবালা জিসি-শরীয়তপুর-চাঁদপুর আরঅ্যান্ডএইচ সড়ক উন্নয়ন; মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ; চাঁদপুর পরিবার পরিকল্পনা অফিস নির্মাণ ও চাঁদপুর পৌর অফিস ভবন নির্মাণ (মোট ২৪ টি) এর ভিত্তিপ্রস্তর।-জাগো নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে