শনিবার, ৩১ মার্চ, ২০১৮, ০৬:৪৬:৩৯

অল্পের জন্য বেঁচে গেলেন ৬ শতাধিক যাত্রী

অল্পের জন্য বেঁচে গেলেন ৬ শতাধিক যাত্রী

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে তড়িঘড়ি করে তীরে ভেড়ানোর পর একটি যাত্রীবাহী লঞ্চ তলা ফেটে আংশিক নিমজ্জিত হয়েছে। তবে যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতীরে এই ঘটনা ঘটে। ‘এমভি মমতাজ’ নামের ওই লঞ্চে ছয় শতাধিক যাত্রী ছিল।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আল্লাহর রহমতে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। যাত্রীরা লঞ্চটি নিমজ্জিত হওয়ার আগেই ষাটনল লঞ্চঘাটে নেমে যান।

ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম শরীফ উল্যা সরকার বলেন, লঞ্চের অধিকাংশ যাত্রী মতলব উত্তরের বেলতলীতে শুক্রবার শুরু হওয়া শাহ্ সোলেমান ওরফে লেংটা বাবার মেলার দর্শনার্থী ছিলেন।

লঞ্চযাত্রী মতলব উত্তরের ফরাজীকান্দি এলাকার বাসিন্দা কবির ও জাহাঙ্গীর বলেন, এমভি মমতাজ নামের লঞ্চটি ছয় শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে শুক্রবার বিকাল ৪টায় চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। লঞ্চটি ষাটনল এলাকা অতিক্রমকালে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। তখন লঞ্চটি দ্রুত নদীর তীরে ভিড়ানো হয়।

যাত্রীরা আরও জানান, তীরে ভিড়ানোর পর যাত্রীরা দ্রুত লঞ্চ থেকে নেমে যায়। এরপর তলা ফেটে লঞ্চটির অর্ধেক অংশ পানিতে নিমজ্জিত হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে