সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগরের দুই সহোদর জসিম উদ্দিন ও ইব্রাহিম হোসেন নিহত হওয়ার খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। গত মঙ্গলবার রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশি নিহত হয়।
তাদের মধ্যে জসিম উদ্দিন ও তার ছোট ভাই মো. ইব্রাহিম হোসেন রয়েছে। নিহত দুই সহোদর উপজেলার চরলরেন্স এলাকার নেছার আহমদের ছেলে। তিনিও সৌদি আরবে থাকেন। দুর্ঘটনার সময় তিনি বাইরে ছিলেন।
নিহতের স্বজনরা বলেন, চার বছর আগে জসিম উদ্দিন সৌদি আরবে যান। এবং দুই বছর পর তার ছোট ভাই ইব্রাহিম হোসেনকেও নিয়ে যান তিনি। এর আগে তাদের বাবা নেছার আহমদও সৌদিতে যান। দুই ভাই ও বাবা সৌদি আরবের আল হোলাইফা শহরে লেপ তোষকের ব্যবসা করতেন।
স্বজনরা জানান, দুই ভাইয়ের অনেক স্বপ্ন ছিল, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে, দুই বোনকে বিয়ে দিবে, নিজেরা বিয়ে করে সুখি সংসার করবে, ফুটাবে মা-বাবার মুখে হাসি। কিন্তু সব শেষ হয়ে গেছে। এখন তাদের কি হবে, কে দেখবে এ ভাবে বিলাপ করতে করতে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা রৌশন আক্তার।
এমটি নিউজ/এপি/ডিসি