শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৯:১৭

'কোন অপশক্তিই এই জাতিকে বিভ্রান্ত করতে পারবে না'

'কোন অপশক্তিই এই জাতিকে বিভ্রান্ত করতে পারবে না'

শরীফুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশের মধ্যে খুব পরিবার রয়েছে যাদের পরিবার রাজাকারের কাছ থেকে রেহাই পেয়েছে। চাঁদপুরেও অনেক শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে। সেই ৭১ থেকে আজও দেশে একটি জাতি গনতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। একটি জাতি ভুল ইতিহাস সম্পর্কে জানিয়ে আসছিল। তারা লক্ষ লক্ষ মুক্তযোদ্ধার সাথে বেইমানি করে আসছিলো।আজ আমরা কি দেখছি তারাই আজ মুক্তিযুদ্ধ, গনন্ত্রের অধিকার সম্পর্কে কথা বলছে। কোন অপশক্তিই এই জাতিকে বিভ্রান্ত করতে পারবে না। আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যে জাতি ইতিহাস সম্পর্কে জানে না তারমত আর দূর্ভাগা আর হতে পারে না। জাতির কলংক্ষ মুছে দিতে জননেত্রী শেখ হাসিনা সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে। আজ দেশে যুদ্ধাপরাধীর কিচার হচ্ছে সচ্ছতার সঙ্গে। বঙ্গবন্ধুর কন্যা কোন অপশক্তির কাছে মাথানত করে না। দেশে মুক্তিযোদ্ধাদের যে ভাবে তালিকা করা হয়েছে ঠিক সেই ভাবে রাজাকারদের তালিকা বের করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমাদের সকলের দায়িক্ত মুক্তিযোদ্ধাদের বের করে তাদের সম্মান করা। তিনি বৃহস্পতিকার সন্ধায় মুক্তিযুদ্ধাদের বিজয় মেলা মঞ্চে মাসব্যাপি মুক্তিযুদ্ধাদের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিজয় মেলার মহাসচিব শহীদ পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, মেয়র নাছির উদ্দিন আহমেদ, র্স্বণ পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, নেপের সভাপতি আবুল কালাম পাটোয়ারী, জেলা মুক্তিযুদ্ধ ডেপুটি কমান্ডর আব্দুল হাফিজ খান, বিজয় মেলার ভ্যাইচ চেয়ারম্যান শামছুল হক মন্টু পাটোয়ারী, শাহ সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার ফারুক আহমেদ মৃধা, বিজয় মেলার সাবেক মহাসচিব অ্যাড. বদিয়ুজ্জামান কিরণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সাবেক বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বিণয় ভূষন মজুমদার, শেখ আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জাসদ সভাপতি হাসান আলী সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোতালেব, সদর মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার ইয়াকুব মাস্টার, বিজয় মেলা মাঠ ও মঞ্চের মহাসচিব হারুন আল রশিদ। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে