চাঁদপুর : আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার সকাল থেকেই রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় চাঁদপুরে ৫টি আসনের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি এবং অন্যান্য দলের ৩৫ জন প্রার্থীরা প্রতীক বুঝে নেন।
এদিকে, প্রতীক হাতে পেয়ে চাঁদপুর ৩ আসনে নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি বলেন, নৌকা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং এই দেশের মানুষের মুক্তির প্রতীক। তাই এই নির্বাচনে নৌকা-ই হলো বিজয়ের প্রতীক। অন্যদিকে, আর যারা জ্বালাও-পোড়াও এবং নাশকতা করেছে, দেশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ১ আসনে নৌকার প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী প্রমুখ।