বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৭:১৪

পুলিশের ভয়ে জুয়াড়ির মৃত্যু

পুলিশের ভয়ে জুয়াড়ির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : পুলিশ দেখে ভয়ে পালানোর সময় অসুস্থ হয়ে এক জুয়াড়ির মৃত্যুর খবর জানা গেছে। ঘটনাটি ঘটেছে জেলার মতলব দক্ষিণ উপজেলায়। নিহত ব্যক্তির নাম ফজর আলী পাঠান (৫২)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার দগরপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে দগরপুর রাস্তার পাশে একটি টংঘরে ফজর আলীসহ কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় মতলব থানার টহল পুলিশ দল ওই এলাকায় গেলে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যান। এ সময় ফজর আলী কিছুদূর যাওয়ার পর মাটিতে পড়ে যান। স্থানীয় ও মতলব থানা পুলিশ তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফজর আলীকে মৃত ঘোষণা করেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, ফজর আলী আগে থেকেই অসুস্থ ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে