চাঁদপুর থেকে : শুক্রবার জুমার নামাজ পূর্ববর্তী সময় মামুন মিজি (৩০) এক মা’দক কারবারি মসজিদে উপস্থিত হয়ে আর মা'দক বিক্রি করবেন না বলে মুসল্লিদের কাছে ক্ষমা চাইলেন। একই সময় এই মা'দক কারবারি ওই মসজিদে ঈমামের হাত ধরে তওবা করলেন।
গতকাল শুক্রবার এমন ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় মিজি বাড়ি জুম্মা মসজিদে। মামুন মিজি পৌর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয় মুসল্লিদের সূত্রে জানা যায়, মামুন এলাকার চিহ্নিত মা'দক কারবারি। দীর্ঘদিন ধরে সে এই পেশার সঙ্গে সরাসরি জড়িত। সম্প্রতি সময় পুলিশের মা'দক বিরোধী চিরুনী অ'ভিযা'নে মামুন এলাকা ছাড়া ছিল। তার পরিবার তাকে বহুবার চেষ্টা করে এই পেশা থেকে ফেরাতে পারেনি।
হাজীগঞ্জ থানা পুলিশ জানান, মা'দক, বাল্যবিয়ে গু'জবসহ বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক কাজের অংশ হিসেবে শুক্রবার পৌর এলাকার টোরাগড় মিজি বাড়ি জামে মসজিদে মুসল্লিদের মাঝে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আলমগীর হোসেন।
ওসির বক্তব্য শেষ হওয়া মাত্র মুসল্লি হিসেবে নামাজ পড়তে আসা মাসুন হঠাৎ মসজিতে দাঁড়িয়ে হাতজোড় করে আর মা'দক বিক্রি করবে না বলে প্রতিজ্ঞা করে। এর পরেই সে সকল মুসল্লিদের সামনে তাকে তওবা করানোর জন্য ঈমামকে অনুরোধ করেন। মামুনের এ ঘটনায় সবাই হতবাক হয়ে মামুনকে বাহবা দিতে থাকে।
মামুনের ক্ষমা ও তওবা করার বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন। সে তওবা ও ক্ষমা চাইলেই আমরা তাকে আইনি ছাড় দিতে পারি না। তবে ভবিষ্যতে মা'দক বিক্রি করে কিনা এ বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত থাকবে আর সে ভালো হলে আমাদের কাছে ভালো লাগবে।