চাঁদপুর: সামাজিক আত্মসম্মানের ভ'য়ে সরকার বা স্থানীয়ভাবে কারও কাছে সাহায্য চাইতে পারছেন না তারা। এমন নিম্ন-মধ্যবিত্তদের জন্য ব্যতিক্র'মী উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান। ‘ত্রাণ যাবে বাড়ি’ উদ্যোগের মাধ্যমে নিম্ন-মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন ডিসি।
নিম্ন-মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হটলাইন চালু করেছেন তিনি। মধ্যবিত্তরা হটলাইনে যোগাযোগ করলে ত্রাণসামগ্রী তাদের ঘরে পৌঁছে দেয়া হয়। এই কার্যক্র'ম পরিচালনার জন্য মোটরসাইকেল নিয়ে প্রস্তুত রয়েছেন স্বেচ্ছাসেবীরা।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল পর্যন্ত হটলাইনে কল আসা ২২৬ পরিবারের বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এটি অনন্য দৃষ্টা'ন্ত বলে দা'বি করেছেন অনেকেই।চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান বলেন, শুক্রবার বিকেল পর্যন্ত হটলাইনে কল রিসিভ করা হয়েছে ১৯৩টি। এর মধ্যে যাচাই-বাছাই করে ১১৯ পরিবারে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, আধা কেজি ডাল, এক কেজি গুঁড়া দুধ ও একটি সাবান।