নিউজ ডেস্ক : করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দা'ফন করে জিকিরের সময় মা'রা গেলেন রফিকুল ইসলাম নামে একজন। রোববার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামে নিজ বাড়িতে জিকির করতে করতে মা'রা যান তিনি। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না বলে জানা গেছে।
জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় ১১ জন মিলে করোনাকালে লা'শ দা'ফন ও নামাজের জা'নাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে পরিচিত।
লা'শ দা'ফনকারী ১১ জনের ১ জন শরীফুল হাছান বলেন, রোববার সকালে রফিক ভাইয়ের শরীরে অসুস্থতা বোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক ভাই মা'রা যান। এভাবে মৃ'ত্যুর বিষয়টি তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন।বাংলাদেশ টাইমস/আমাদেরসময়.কম